পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8bア মার্কলিখিত সুসমাচার। [১২ অধ্যায়। হার সদৃশ ; এই দুই আজ্ঞাহইতে আর কোন আজ্ঞ। শ্রেষ্ঠ নহে । তখন সে অধ্যাপক র্তাহাকে কহিল, হে ৩২ গুরো, ভাল, আপনি যথার্থ কহিলেন, কেননা এক ঈশ্বর ব্যতিরেকে দ্বিতীয় ঈশ্বর নাই ; আর সমস্ত অন্তঃ- ৩৩ করণ ও সমস্ত প্রাণ ও সমস্ত চিত্ত এবং সমস্ত শক্তি দিয়া ঈশ্বরকে প্রেম করা এবং প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম করা, ইহা যাবদীয় হোম ও বলিদানাদিহইতে শ্ৰেষ্ঠ হয় । তাহাতে যীশু সুবুদ্ধির মত তাহার এই উত্তর ৩৪ শুনিয়া তাহাকে কহিলেন, ঈশ্বরের রাজ্যহইতে তুমি দুর নও । ইহার পর তাহার সহিত কোন কথার বিচার করিতে আর কাহারও সাহস হইল না । । অনন্তর মন্দিরের মধ্যে উপদেশ করিতেই যীশু এই ৩৫ প্ৰশু করিলেন, অধ্যাপকের কেমন করিয়া খ্ৰীষ্টকে দাস্থদের সন্তান বলে ? যেহেতুক দায়ুদ আপনি পবিত্ৰ আ- ৩৬ স্মার আবির্ভাবে এই কথা কহিয়াছে, “ পরমেশ্বর আ“মার প্রভুকে কহিলেন, আমি যাবৎ তোমার শর্তুগ“ণকে তোমার পাদপীঠ না করি, তাবৎ তুমি আমার “দক্ষিণে বৈস ” অতএব দাযুদ্ধ যদি তাহাকে প্রভু ৩৭ করিয়া বলে, তবে তিনি কি ৰূপে তাহার সন্তান হইতে পারেন ? তাহার কথা শুনিয়া ইতর লোকেরা আনন্দিত হইল । তখন তিনি তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, ৩৮ যাহারা দীর্ঘ পরিচ্ছদান্বিত হইয়া ভ্রমণ করা, ও হাট বাজারে লোকদের নমস্কার, ও ভজনালয়ে প্রধান স্থান, ৩৯ এবং ভোজনের সময়ে প্রধান আসন, এই সকল ভাল বাসে, এবং বিধবাদিগের সর্বস্ব গ্রাস করিয়া ছলেতে ৪ • দীর্ঘ কাল প্রার্থনা করে, এমন যে অধ্যাপকেরা, তাহা 148