পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। ృ&' ১৪ অতএব যে সৰ্ব্বনাশকারি মৃণাৰ্ছ বস্তু দানিয়েল ভবিষ্যদ্বক্তার দ্বারা উক্ত আছে, তাহ যখন অনুপযুক্ত স্থানে উপস্থিত দেখিবা, (যে জন পাঠ করে সে বুকুক,) তখন যাহারা যিহুদা দেশে থাকে, তাহার পৰ্ব্বতে পলায়ন ক১৫ রুক ; এবং যে কেহ গৃহের ছাতের উপরে থাকে, সে গহের মধ্যে ন নামুক, ও কোন বস্তু লইতে গৃহমধ্যে ১৩ প্রবেশ না করুক ; এবং যে কেহ ক্ষেত্রে থাকে, সেও ১৭ বস্ত্ৰ লইবার নিমিত্তে ফিরিয়া না যাউক । সেই সময়ে ১৮ গৰ্ববতী এবং স্তনদাত্রী স্ত্রীদিগের দুৰ্গতি হইবে । আর তোমাদের পলায়ন শীতকালে যেন না হয়, এই জন্যে ১৯ প্রার্থনা কর । কেনন তৎকালে যেৰূপ ক্লেশ হইবে, ঈশ্বরের সৃষ্টির প্রথম অবধি অদ্য পর্যন্ত এমন ক্লেশ ২০ কখনও হয় নাই এবং হইবেও না । আর পরমেশ্বর যদি সেই ক্লেশের সময় লুনি না করেন, তবে কোন প্রাণির রক্ষ হইতে পারিবে না ; কিন্তু যে লোকদিগকে মনেনীত করিয়াছেন, সেই আপন মনোনীত লোকদের নিমিত্তে তিনি সে সময় নূ্যন করিবেন । ২ ১ আর দেখ, খ্ৰীষ্ট এই স্থানে আছেন, কিম্বা ঐ স্থানে আছেন, সেই সময়ে যদি কেহ তোমাদিগকে এমন কথা ২২ কহে, তবে তাহাতে বিশ্বাস করিও না । কেননা অনেক২ ভাক্ত খ্ৰীষ্ট ও ভাক্ত ভবিষ্যদ্বক্তা উপস্থিত হইয়। এমত চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রকাশ করবে, যে যদি সম্ভব হয়, তবে মনোনীত লোকদিগেরও ভ্রান্তি জন্মা২৩ ইবে । দেখ, আমি পূর্বে তোমাদিগকে সকল বিষয়ের সম্বাদ দিলাম, তোমরা সাবধান থাক । ২৪ আরও সেই ক্লেশের সময়ের অব্যবহিত পরে সূৰ্য্য ২৫ অন্ধকারময় হইবে, এবং চন্দ্র জ্যোৎসু দিবে না ; এবং 151