পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। Ꮌ©Ꮔ. রকে কহিলেন, হে শিমোন, তুমি কি নিদ্রিত হইতেছ? ৩৮ এক দণ্ডও জাগিয়া থাকিতে পারিলা না ? তোমরা যেন পরীক্ষাতে না পড়, এই জন্যে জাগ্রৎ হইয় প্রার্থনা কর; ৩৯ আত্মা উদযুক্ত বটে, কিন্তু শরীর দুর্বল । পরে তিনি পুনৰ্ব্বার গিয়া প্রার্থনা করিয়া ঐ পূৰ্ব্বোক্ত কথা কহি ৪ • লেন । এবং ফিরিয়া আসিয়। তাহাদিগকে অণরবার নিদ্রাগত দেখিলেন; তখন তাহদের চক্ষু নিদ্রাতে এমত পূর্ণ ছিল, যে র্তাহাকে কি উত্তর দিতে হয়, তাহাও বু৪১ ঝিতে পারিল না । পরে তিনি তৃতীয় বার আসিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি নিতান্ত শয়ন করিয়া বিশ্রাম করিব ? যথেষ্ট হইয়াছে, সময় উপস্থিত ; ৪২ দেখ, মনুষ্যপুত্ৰ পাপিদের হস্তে সমৰ্পিত হন । উঠ, আমরা যাই ; যে ব্যক্তি আমাকে পরহস্তগত করিবে, দেখ, সে সমীপে আসিতেছে । ৪৩ এই কথা কহন সময়ে দ্বাদশের মধ্যে গণিত बिडून নামক শিষ্য প্রধান যাজকদের ও অধ্যাপকদের ও প্রাচীন লোকদের নিকটহইতে খড়গ ও যটিধারি লোকসমূহকে সঙ্গে লইয়। র্তাহার নিকটে উপস্থিত হইল । ৪ ৪ আর ঐ পরহস্তগতকারী পূর্বে এই সঙ্কেত করিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব, সেই ঐ ব্যক্তি ; তাহাকেই ৪৫ ধরিয়া সাবধানে লইয়া যাইও । অতএব আসিবামাত্র সে র্তাহার নিকটে গিয়া হে গুরেণ২ বলিয় তাহাকে ৪৬ চুম্বন করিল। তখন তাহারা তাহার উপরে হস্তার্পণ করি৪৭ য় তাহাকে ধরিল । তাহাতে র্তাহার পার্শ্বস্থ লোকদের মধ্যে এক জন খড়গ মুক্ত করিয়া মহাযাজকের এক দাসকে আঘাত করিয়া তাহার এক কৰ্ণ ছেদন করিয়া ৪৮ ফেলিল। পরে যীশু তাহাদিগকে কহিলেন, খড়গ ও যষ্টি 157