পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qレア মার্কলিখিত সুসমাচার। [১৪ অধ্যায়। লইয়া অামাকে কি চোর ধরিতে আইলা ? আমি মন্দিরের মধ্যে উপদেশ দিতে ২ প্রতি দিন তোমাদের সঙ্গে থাকিতাম, তখন তোমরা তামাকে ধরিলা না ; কিন্তু ইহাতে শাস্ত্রের বচন সিদ্ধ হইল । তখন শিষ্যেরা র্তাহকে ত্যাগ করিয়া সকলেই পলায়ন করিল । পরে এক যুবমনুষ্য উলঙ্গ শরীরে এক খান বস্ত্ৰ দিয়া তাহার পশ্চাৎ চলিল; কিন্তু যুবলোকেরা তাহাকে ধরাতে সেও বস্ত্র পরিত্যাগ করিয়া উলঙ্গ ইয়া পলায়ন করিল ৷ অপর তাহার। মহাযাজকের নিকটে যীশুকে লইয়। গেল ; তখন প্রধান যাজকেরা ও প্রাচীন লোকেরা ও অধ্যাপক সকল মহাযাজকের সঙ্গে সভাস্থ হইল । এবং পিতর দূরে র্তাহার পশ্চাতে যাইয়া মহাযাজকের অট্টালিকার প্রাঙ্গণে প্রবিট হইয়া দাসদের সহিত বসিয়। অগ্নির তাপ লইতে লাগিল । তখন প্রধান যাজকগণ ও মন্ত্রি সকল যীশুকে বধ করিবার জন্যে র্তাহার প্রতিকূলে সক্ষ্যের চেষ্টা করিল, কিন্তু পাইল না । অনেকে র্তাহার বিপক্ষে মিথ্য সাক্ষ্য দিলেও তাহদের সাক্ষ্য মিলিল না । অবশেষে কএক জন উঠিয় তাহার প্রতিকু লে মিথ্য সাক্ষ্য দিয়া কহিল, “আমি এই হস্তকৃত মন্দির নষ্ট করিয়। তিন দিনের মধ্যে আর একটা তাহস্তকৃত মন্দির নির্মাণ করিব, উহার মুখে এই কথা শুনিলাম ; কিন্তু ইহাতেও তাহাদের সাক্ষ্য মিলিল না । পরে মহাযাজক মধ্যস্থানে উঠিয়া যীশুকে জিজ্ঞাসিল, তুমি কিছুই উত্তর দিব। না ? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে ? কিন্তু তিনি কোন উত্তর না দিয়া মৌনী হইয়। থাকিলেন ; তাহতে মহাযাজক পুনশ্চ র্তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি সচ্চিদানন্দের অভিষিক্ত পুত্ৰ ? 158 8 Ry Go o 6 X @ R. ○ N○ Go S Go Go: ○ ペめ C 영 ● b〜 © N. У о «V) ა