পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। (S ৬২ তখন যীশু তাহকে কহিলেন, আমি বঢ়ি ; আর তোমরা মনুষ্যপুত্রকে সৰ্ব্বশক্তিমানের দক্ষিণ পাশ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘে আৰূঢ় হইয়৷ আসিতে ৬৩ দেখিবা । তাহাতে মহাযাজক আপন বস্ত্র ছিড়িয়া ক৬৪ হিল, আমাদের আর সাক্ষিতে প্রয়োজন কি ? তোমর ঈশ্বরনিন্দণর কথা শুনিল ; কি বিবেচনা কর ? ৬৫ তখন তাহারা সকলেই বলিল, এ মৃত্যুদণ্ডযোগ্য । তাহাতে কেহ২ তাহার গাত্রে খুধু দিতে লাগিল, এবং র্তাহার মুখ আচ্ছাদন করিয়া তাহাকে চড় মারিয়া কহিল, গণনা করিয়া বল ; এবং অনুচরেরাও চপেটাঘাত করিতে লাগিল । ৬৬ তখন পিতর নীচে প্রাঙ্গণে ছিল, তাহাতে মহাষ। ৬৭ জকের এক দাসী আসিয়া তাহাকে অগ্নিতাপ লইতে দেখিয় তাহার প্রতি একদৃষ্টিতে নিরীক্ষণ পূর্বক কহিল, ৬৮ তুমিও নাসরতীয় যীশুর সঙ্গে ছিল । কিন্তু সে অস্বীকার করিয়া কহিল, তুমি যাহা বলিতেছ, তাহা আমি জানি না এবং বুঝিও না ; পরে পিতরু বাহিরের প্রা৬৯ জণে গেলে কুকুড়া ডাকিল । পরে আর এক দাসী পিতরকে দেখিয়। নিকটস্থ লোককে বলিতে লাগিল, এ ৭ • তাহদের এক জন । তাহাতে সে দ্বিতীয় বার অস্বীকার করিল ; কিঞ্চিৎ কাল পরে ঐ স্থানস্থ লোকেরা পিতরকে পুনৰ্ব্বার বলিল, তুমি অবশ্য তাহদের এক জন, কেননা তুমি যে গালীলীয় মনুষ্য, ইহা তোমার ৭১ উচ্চারণেতেই প্রকাশ পাইতেছে । কিন্তু সে অভিশাপপূর্বক দিব্য করিয়া বলিতে লাগিল, তোমরা যাহার

  • 、 ৭২ কথা কহিতেছ, সেই মনুষ্যকে আমি জানি না । তৎ

ক্ষণাৎ দ্বিতীয় বার কুকুড়। ডাকিল ; তখন কুকুড়ার 159