পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ぐ)● মার্কলিখিত সুসমাচার। [১৫ অধ্যায় । দ্বিতীয় ডাকের পূর্বে আমাকে তিন বার অস্বীকার করিবা, এই যে কথা যীশু কহিয়াছিলেন, তাহা পিতরের স্মরণে হওয়াতে সে তাহার বিষয় চিন্তা করিয়৷ ক্ৰন্দন করিতে লাগিল । ১৫ অধ্যায় । ১ খ্ৰীষ্টকে পীলাতের নিকটে লইয়া যাওন ১ ও পীলাত কর্তৃক হত হওনে সমপিত হওন ১৬ ও গ্রীষ্টকে বিদ্রপ করণ ২১ ও তাহাকে ক্রুশে বিদ্ধ করণ ২৯ ও তাঁহাকে তিরস্কার করণ ৩৩ ও তাহার আন্তস্বর করণ ৩৭ ও তাহার প্রাণত্যাগ ৪০ ও তাহার মরণের পর স্ত্রীলোকদের উপস্থিত হওন ৪২ ও তাহার কবর দেওন । পরে প্রভাত হইবামাত্র প্রধান যাজকের ও প্রাচীনেরা ও অধ্যাপকের প্রভৃতি তাবৎ মন্ত্রী সভা করিয়া যীশুকে বান্ধিয়া পীলাতের নিকটে লইয়া গিয়া সমর্পণ করিল। তখন পীলাত তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি যিহুদীয়দের রাজা ? তাহাতে তিনি উত্তর করিলেন, সত্য কহিতেছ । অপর প্রধান যাজকেরা অনেক ২ বিষয়ে তাহার দোষারোপণ করিল, কিন্তু তিনি কিছু উত্তর দিলেন না । তখন পীলাত তাহাকে পুনর্বার জিজ্ঞাসা করিল, তুমি কিছু উত্তর দিব না ? দেখ, ইহার কত বিষয়ে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। কিন্তু যীশু তখনও কিছু উত্তর না দেওয়াতে পালাতের আশ্চৰ্য্য জ্ঞান হইল । অপর সেই পৰ্ব্বসময়ে লোকের কোন এক বন্দিকে ৬ চাহিলে দেশাধিপতি তাহাকেই মুক্ত করত। আর যাহারা পূর্বে উপপ্লব করিয়াছিল, এবং উপপ্লবেতে বধও করিয়াছিল, তাহদের মধ্যে সেই সময়ে বরব নামে এক জন বনী ছিল । অতএব লোকেরা পূৰ্ব্বাপর রীতির কথা বলিয়। উচ্চৈঃস্বরে চেচাইয় তাহার নিকটে নিবে 160