পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ মার্কলিখিত সুসমাচার। E১৫ অধ্যায়। জন কুরীণীয় লোক কোন পল্লীগ্রামহইতে আসিতেছিল, পথে (তাহার দেখা পাইয়া) যীশুর ক্রুশ বহনার্থে তাহাকে বলেতে ধরিল । অনন্তর গুলগল্তী অর্থাৎ মাথা- ২২ খুলী নামক স্থানে যীশুকে আনিলে পর তাহারা ত৷- ২৩ হণকে গন্ধরস মিশ্রিত দ্রীক্ষারস পান করিতে দিল ; কিন্তু তিনি গ্রহণ করিলেন না । পরে এক প্রহর বেলার ২৪ সময়ে তাহারা তাহাকে ক্রুশে বিদ্ধ করিল, এবং ক্রুশে ২৫ বিদ্ধ করিলে পর প্রত্যেক জন কি পাইবে, তাহার নির্ণয়ার্থে গুলিবাট পূৰ্ব্বক তাহার পরিচ্ছদ অংশ করিয়া লইল । এবং এ যিহুদীয়দের রাজা, এই অপবা- ২৬ দের লিপি পত্র তাহার উদ্ধে লাগাইয়া দিল । আর ২৭ র্তাহার বাম ও দক্ষিণ দুই দিগে দুই চোরকে র্তাহার সহিত ক্রুশে বিদ্ধ করিল । তাহাতে “তিনি পাপিদের ২৮ “সহিত গণিত হইলেন,” এই শাস্ত্রোক্ত বচন সিদ্ধ হইল । পরে পথ দিয়া যে২ লোক যাতায়াত করিল, সকলেই ২৯ শিরশ্চালনপূর্বক নিন্দ করিয়া কহিল, হে মন্দির ভয়কারি ও তিন দিনের মধ্যে তাহার নিৰ্ম্মাণকারি, আপ- ৩০ নাকে রক্ষা করিয়া ক্রুশহইতে নাম । এবং প্রধান যাজ- ৩১ কেরা ও অধ্যাপকেরাও সেই মত বিজ্ঞাপ করিয়৷ পরস্পর বলাবলি করিয়া কহিল, এ ব্যক্তি অন্য২ লোককে রক্ষা করিল, কিন্তু আপনাকে রক্ষা করিতে পারে না ! হে ইস্রায়েলের অভিষিক্ত রাজন্য এখনই কুশহ ৩২ ইতে নাম, তাহাতে আমরা তাহ দেখিয়া বিশ্বাস করিব; আর যে লোকেরা তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, তাহারাও র্তাহাকে তিরস্কার করিল ৷ পরে বেলা দ্বিতীয় প্রহরাবধি তৃতীয় প্রহর পর্যন্ত ৩৩ সমুদয় দেশ অন্ধকারাবৃত হইল। এবং তৃতীয় প্রহর স- ৩৪ 162