পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার । ృు శ్రీ ময়ে যীশু উচ্চৈঃস্বরে কছিলেন, এলী২ লামা শিবক্তনী, অর্থাৎ “ হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি ৩৫ “ কেন আমাকে পরিত্যাগ কর ?” তাহাতে সে স্থানে দণ্ডায়মান লোকদের মধ্যে কেহ২ ঐ কথা শুনিয়া কহিল, ৩৬ দেখ, ইনি এলিয়কে ডাকিতেছেন । তখন এক জন দেীড়িয়া স্পঞ্জেতে অমুরস ভরিয়া তাহা নলে লাগাইয়। র্তাহাকে পান করিতে দিয়া কহিল, থাক, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না, তাহ দেখি । ৩৭ পরে যীশু উচ্চৈঃস্বরে ডাকিয়া প্রাণত্যাগ করিলেন । ৩৮ তখন মন্দিরের বিচ্ছেদবস্ত্র উপরভাগ অবধি নামে প৪৯ র্য্যন্ত চিরিয়া দুই খান হইল । আর এই প্রকার উচ্চৈঃস্বরে ডাকিয় তাহাকে প্রাণত্যাগ করিতে দেখিয় তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল যে শতসেনাপতি, সে কহিল, সত্য, এই ব্যক্তি ঈশ্বরের পুত্ৰ । ৪ • ঐ সময়ে মগ্‌দলীনী মরিয়ম ও ছোট যাকুবের ও যোশির মাতা অন্য মরিয়ম্ ও শালোমী প্রভৃতি যে সকল স্ত্রীলোক গালীল প্রদেশে থাকিবার সময়ে যীশুর পশ্চাদ্‌ ৪১ গামী হইয়। র্তাহার সেবা করিয়াছিল, ইহার এবং তদ্ভিন্ন যে অনেক স্ত্রীলোক যীশুর সঙ্গে যিৰূশালমে আলসিয়াছিল, তাহারাও দূরে থাকিয়। এই সকল দেখিল । ৪২ অনন্তর সায়ংকাল উপস্থিত হইলে, আয়োজন দিবস ৪৩ অর্থাৎ বিশ্রামবারের পূর্বদিবস হওয়াতে, ঈশ্বররাজত্বের অপেক্ষাকারি অরিমর্থীয় ঘূৰ্যকু নামক সন্ত্রান্ত মন্ত্রী আসিয়া পীলাতের নিকটে নিৰ্ভয়ে গিয়া যীশুর দেহ যাজ্ঞ। ৪৪ করিল। কিন্তু তিনি এত শীঘ্ৰ মরিলেন, পীলাত এ কথ। অসম্ভব বোধ করিয়৷ শতসেনাপতিকে ডাকিয়, তিনি কত ৪৫ ক্ষণ মরিয়াছেন, ইহা জিজ্ঞাসা করিল । তাহা শতসেন163 o