পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○8 মার্কলিখিত সুসমাচার। [১৩ অধ্যায়। পতির প্রমুখাৎ অবগত হইয় যুষফকে যীশুর দেহ দিল । পরে সে সূক্ষ বস্ত্র ক্রয় করিয়া তাহাকে নামাইয়া ঐ ৪৬ বস্ত্রে বেষ্টন করিয়া শৈলে খোদিত এক কবরেতে রাখি। ল ; এবং কবরদ্বারেতে একখান প্রস্তর গড়াইয়। দিল । কিন্তু তাহাকে যে স্থানে রাখিল, তাহ মগ্‌দলীনী মরিয়ম্ ৪৭ ও যোশির মাতা মরিয়ম্ দেখিল । ১৬ অধ্যায় । ১ দূতদ্বারা গ্রীষ্টের উত্থান প্রকাশ ৯ ও মগৃদলীনী মরিয়মকে দর্শন দেওন ১২ ও দুই শিষ্যকে দর্শন দেওন ১৪ ও এগারো শিষ্যকে দর্শন দেওন ও আজ্ঞা করণ ১৯ ও তাহার স্বগারোহণ । অপর বিশ্রামদিনের অবসান হইলে মগ্‌দলীনী মরি- ১ য়ম ও যাকুবের মাতা মরিয়ম এবং শালোমী ইহার তাহাকে মাখাইতে যাইবার জন্যে সুগন্ধি দ্রব্য ক্রয় করিয়া সপ্তাহের প্রথম দিনে অতি প্রত্যুষে সূর্য্যোদয় সময়ে ২ কবরস্থানে উপস্থিত হইল । কিন্তু কবরদ্বারের প্রস্তর অ- ৩ তিবৃহৎ হওয়াতে, তাহ সরাইয়া কে দিবে? তাহারা পরস্পর ইহা কহিতে লাগিল । ইতোমধ্যে দ্বারহইতে ৪ প্রস্তর সরাণ গিয়াছে, ইহা নিরীক্ষণ করিয়া দেখিল । পরে তাহার কবরে প্রবেশ করিল, কিন্তু শুক্লবৰ্ণ দীর্ঘ ৫ পরিচ্ছদাবৃত এক যুবকে কবরের দক্ষিণ পাশ্বে বসিয়া থাকিতে দেখিয়া চমৎকৃত হইল । তাহাতে ঐ যুব ক- ৬ হিল, ভয় করিও না, তোমরা ক্রুশেতে হত নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ ; কিন্তু তিনি এ স্থানে নাই, কবরহইতে উঠিয়াছেন ; তাহারা যে স্থানে তাহাকে রাখিয়াছিল, সেই স্থান এই দেখ । আর তিনি যে ৰূপ ৭ কহিয়াছিলেন, তদনুসারে তোমাদের অগ্রে গালীলেতে যাইবেন, সে স্থানে তাহাকে দেখিতে পাইবা ; তোমরা o 164