পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচীর। ○や○ যাইয়। পিতর প্রভৃতি র্তাহার শিষ্যগণকে এই সংবাদ ৮ দেও ! কিন্তু তাহার কম্পান্বিত ও বিস্ময়াপন্ন হইয়া ত্বরায় কবরহইতে বাহিরে গিয়া পলায়ন করিল, এবং ভয় প্রযুক্ত কাহাকেও কিছু কহিল না । ৯ অপর যীশু সপ্তাহের প্রথম দিবসে কবরহইতে উঠিলে পর, যাহাহইতে সাত ভূত ছাড়াইয়াছিলেন, সেই মগ্‌দ১ • লীনী মরিয়মকে প্রথমে দর্শন দিলেন । তাহাতে সে গিয়া শোক ও রোদ নকারি তাহার পূৰ্ব্বসহচর লোক১১ দিগকে ঐ সংবাদ দিল ; কিন্তু যীশু যে পুনর্জীবিত হ ইয়। তাহণকে দর্শন দিয়াছেন, এ কথা শুনিয় তাহার প্রত্যয় করিল না । ১২ পরে তাছাদের দুই জনের গ্রামে যাওন সময়ে যীশু অন্য বেশ ধারণ করিয়া তাহাদিগকে দর্শণ দিলে পর ১৩ তাহারাও যাইয়। অন্য২ শিষ্যকে ঐ কথা কহিল ; কিন্তু তাহাদের কথাও তাহারা বিশ্বাস করিল না । ১৪ অবশেষে একাদশ শিষ্য ভোজনে বসিলে যীশু তাছাদিগকে দর্শন দিলেন, এবং উত্থানের পর তাহার দশ্বর্ণ প্রাপ্ত লোকদের কথাতে প্রত্যয় না করাতে তাহণদের অবিশ্বাস ও মনের কাঠিন্য প্রযুক্ত তাহাদিগকে অনুযোগ ১৫ করিলেন । পরে তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে গিয়া সমস্ত লোকের নিকটে সুসমাচার প্রচার ১৬ কর । তাহাতে যে কেহ বিশ্বাস করিয়া বাপ্তাইজিত । হুইবে, সে পরিত্রাণ পাইবে ; কিন্তু যে বিশ্বাস ন৷ ১৭ করিবে, তাহার দণ্ড হইবে । আর যাহারা প্রত্যয় করিবে, তাহাদের দ্বারা এই ৰূপ আশ্চৰ্য্য ক্রিয় প্রকাশিত হইবে ; তাহার। আমার নামৰ্দ্ধারা ভূতগণকে ছাড়াইবে, ১৮ এবং অন্য ভাষা কহিতে পরিবে । আর সপাদি ধরিলে 165