পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ১৬৯ ২৯ মেশ্বর তোমার সহায় । তখন সে তাহাকে দেখিয়। তাহার কথাতে উদ্বিগ্ন হইয়া, এ কেমন সম্ভাষণ ? ইহ ৩• মনে ভাবিতে লাগিল । তাহাতে দুত কহিল, ওগো মরি য়ম্, ভয় করিও না, তোমার প্রতি ঈশ্বরের অনুগ্রহ ৩১ আছে । দেখ, তুমি গৰ্বিণী হইয়া এক পুত্র প্রসব ক৩২ রিবা, ও তাহার নাম যীশু (ত্রাণকৰ্ত্তা) রাখিবা । তিনি মহান হইবেন, এবং সর্বোপরিস্থের পুত্র বলিয়। বিখ্যাত হইবেন, আর প্রভু পরমেশ্বর তাহার পিতা দায়ু ৩৩ দের সিংহাসন র্তাহাকে দিবেন ; এবং তিনি যাকুবের বংশের উপরে সর্বদ। রাজত্ব করিবেন ; ও তাহার রা৩৪ জত্বের শেষ হইবে না । তখন মরিয়ম্ ঐ দূতকে কহিল, আমি পুরুষের সঙ্গে ব্যবহার করি না, তবে কি প্রকারে ৩৫ ইহা সম্ভব হইবে ? তাহাতে দূত কহিল, পবিত্র আত্মা তোমাতে আশ্রয় করিবেন, এবং সর্বোপরিস্থের শক্তি তোমার উপরে ছায়া করিবে ; অতএব তোমার গৰ্ত্তেতে যে পবিত্র বালক উৎপন্ন হইবেন, তিনি ঈশ্বরের পুত্ৰ ৩৬ বিখ্যাত হইবেন । আর দেখ, তোমার জ্ঞাতি ইলীশেব। যাহাকে সকলে বন্ধ্যা বলিত, সংপ্রতি ষষ্ঠ মাস হুইল ৩৭ সেও বৃদ্ধকালে এক সন্তান গৰ্বে ধারণ করিয়াছে । কোন ৩৮ কৰ্ম্মই ঈশ্বরের অসাধ্য নহে । তখন মরিয়ম্ কহিল, দেখ, পরমেশ্বরের দাসী যে আমি, আমার প্রতি তোমার বাক্যানুসারে ইহ ঘটুক । পরে দূত তাহার নিকটহইতে প্রস্থান করিল। ৩৯ অনন্তর তৎকালে মরিয়মৃ তথাহইতে পৰ্ব্বতময় প্রদে৪ ০ শীয় যিলুদার এক নগরেতে স্বরায় গমন করিয়া সিখ রিয়ের গৃহে প্রবিষ্ট হইয়। ইলীশেবাকে সম্বোধন ক ৪ ১ রিল । এবং মরিয়মের সম্বোধন বাক্য ইলীশেবার কর্ণে 169