পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏማo - লুকলিখিত সুসমাচার। [১ অধ্যায় । প্রবিষ্ট হইবামাত্র তাহার গর্ভস্থ বালক নাচিয়া উঠিল । তাহাতে ইলীশেবা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, নারীগণের মধ্যে তুমিই ধন্য, এবং ধন্য তোমার গর্ভস্থ শিশু ! তুমি আমার প্রভুর মাত অামার বাটীতে পদার্পণ করিলা, অদ্য অামার এ কি সৌভাগ্য? দেখ, তোমার বাক্যের শব্দ আমার কৰ্ণে প্রবিষ্ট হইবামাত্র আমার উদরস্থ শিশু আনন্দে নাচিয়া উঠিল । আর যে স্ত্রী বিশ্বাস করিল, সে ধন্য, যেহেতুক তাহার প্রতি পরমেশ্বরের উক্ত বাক্য সকল সিদ্ধ হইবে । । তখন মরিয়ম কহিল, আমার মন পরমেশ্বরের ধন্যবাদ করিতেছে, এবং তামার আত্মা আমার ত্রাণকৰ্ত্ত ঈশ্বরেতে উল্লাসিত হইতেছে । তিনি নিজ দাসীর দুৰ্গতির প্রতি দৃষ্টিপাত করিলেন ; অতএব দেখ, অদ্যাবধি পু রুষপরম্পরা সকলেই আমাকে ধন্য বলিবে । যিনি সৰ্ব্বশক্তিমান যাহার নাম পবিত্র, তিনি আমার নিমিত্তে মহৎকৰ্ম্ম করিলেন । এবং যাহার। র্তাহাকে ভয় করে, তাহদের সন্তান পরম্পরার প্রতি র্তাহার করুণ। আছে । আর তিনি নিজ বাহুবল প্রকাশ করিয়া তাহাদের মনের কুমন্ত্রণাতে অহঙ্কারিদিগকে ছিন্নভিন্ন করেন ; এবং মহাবলবানদিগকে সিংহাসনহইতে নামাইয়৷ ক্ষুদ্র লোকদিগকে উচ্চপদে স্থাপিত করেন । এবং ক্ষু ধাৰ্ত্ত লোককে উত্তম সামগ্রীর দ্বারা তৃপ্ত করিয়া ধন বানদিগকে রিক্ত হস্তে বিদায় করেন । এবং তিনি আমাদের পিতৃলোকদের কাছে যেমন প্রতিজ্ঞা করিয়াছি লেন, তদনুসারে ইব্রাহীমের ও তাহার বংশের প্রতি সতত সেই দয়ার কথা স্মরণ করিয়া নিজ সেবক ইস্ 170 8 R. 8 N○ 8 8 8 (R 8 v. ' 8 8レー 8 Ry Go o ○ > ○ ネ ○ N○ © 8 6 (o