পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ›ፃ: ৫৩ য়েলের উপকার করেন । পরে মরিয়ম্ প্রায় তিম মাস ইলীশেবার সহিত বাস করিয়া নিজ গৃহে ফিরিয়া গেল । ৫৭ তদনন্তর ইলীশেবার প্রসবের সময় উপস্থিত হইলে ৫৮ সে এক পুত্র প্রসব করিল । তাহাতে পরমেশ্বর তাহার প্রতি মহানুগ্রহ প্রকাশ করিয়াছেন, ইহা শুনিতে পাইয়া প্রতিবাসি ও কুটুম্ব লোকেরা তাহার সহিত আমোদ ৫৯ করিতে লাগিল । এবং অষ্টম দিনে বালকের ত্বকছেদ করিতে আসিয়া তাহার পিতৃনামানুসারে তাহার নাম ৬০ সিখরিয় রাখিতে চাহিল । কিন্তু তাহার মাত কহিল, ৬১ তাহ নয়, উহার নাম যোহন রাখিতে হইবে । তখন তাহারা কহিল, তোমার বংশের মধ্যে এমন নাম কাহ|৬২ রও নাই । পরে তাহার পিত। সিখরিয়কে সঙ্কেত পূৰ্ব্বক জিজ্ঞাসা করিল, বালকের কি নাম রাখ। যাইবে ? ৬৩ তাহাতে সে এক লিপির পত্র চাহিয়া লইয়া লিথিল, তাহার নাম যোহন হইবে ; তাহাতে সকলেই আশ্চৰ্য্য ৩৪ জ্ঞান করিল । এবং তৎক্ষণাৎ সিখরিয়ের জিহবার জড়তা ঘুচিলে মুখ খুলিয়া যাওয়াতে সে বাক্য উচ্চারণ ক৬৫ রিয়া ঈশ্বরের গুণানুবাদ করিল । তাহাতে চতুর্দিকস্থ প্রতিবাসি লোকের ভয় পাইল, আর এই সকল কথা যিহুদার পর্বতময় প্রদেশের সর্বত্র প্রচারিত হওয়াতে ৬৬ শ্রোতার মনে২ বিবেচনা করিয়া কহিল, এ কেমন বালক হইবে ? অার পরমেশ্বর তাহার সহায় হইলেন । ৬৭ তখন যোহনের পিতা সিখরিয় পবিত্র আত্মাতে সম্পূর্ণ ৬৮ হইয়। এই মত ভবিষ্যদ্বাক্য কহিল, ইস্রায়েলের প্রভু পর মেশ্বর ধন্য, তিনি অনুগ্রহ প্রকাশ করিয়া আপন লোক৬৯ দিগকে মুক্ত করেন । এবং পূর্বকালাবধি আপন পবিত্র ৭ - ভবিষ্যদ্বস্তৃগণের দ্বারা যেমত কহিয়াছিলেন, তদনুসারে 171