পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ፃ: লুকলিখিত সুসমাচার । [১ অধ্যায়। তিনি শতুগণের ও ঘৃণাকারি সকলের হস্তহইতে আমাদের রক্ষা করণার্থে আপন সেবক দায়ুদের বংশেতে এক ৭১ শক্তিমান ত্ৰাণকৰ্ত্তাকে উৎপন্ন করিলেন । আর আমরা ৭২ বিপক্ষ লোকদের হস্তহইতে নিস্তার পাইয়। নিৰ্ভয়ে তাহার সাক্ষাতে থাকিয়া যাবজ্জীবন ধৰ্ম্ম ও সরলাচরণে ৭৩ র্তাহার সেবা করিতে পারিব, আমাদের পিতা ইব্রাহী- ৭ ৪ মের কাছে এমন দিব্য করাতে তিনি যে পবিত্র নিয়ম স্থির করিয়াছিলেন, তাহ স্মরণ করিয়া আমাদের পূৰ্ব্ব- ৭৫ পুরুষদের প্রতি আপনার সুেহ প্রকাশ করিলেন । অতএব ৭৬ হে বালক, তুমি সৰ্ব্বোপরিস্থের ভবিষ্যদ্বক্তা বলিয়। বিখ্যাত হইবা, কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করিতে র্তাহার অগ্রগামী হইবা । এবং আমাদের চরণ মঙ্গলপথে ৭৭ চালাইবার জন্যে, ও অন্ধকারে অর্থাৎ মৃত্যুৰূপ ছায়াতে উপবিষ্ট লোকদের নিকটে দীপ্তি প্রকাশের জন্যে, ঈশ্ব- ৭৮ রের যে মহাকৃপাতে স্বৰ্গীয় আলোক আমাদের প্রতি উদিত হইল, সেই কৃপাদ্বারা পাপ মোচনার্থে তাহার ৮৯ লোকদিগকে পরিত্রাণ বিষয়ক জ্ঞান প্রদান করিব ৷ পরে বালক শরীরেতে ও বুদ্ধিতে বৃদ্ধি পাইতে লাগিল; ৮আর সে ইসায়েল বংশীয় লোকদের নিকটে যাবৎ প্রকাশিত ন হইল, তাবৎ প্রান্তরে বাস করিল ৷ ২ অধ্যায় । ১ ঘূষফের বৈৎলেহম নগরে গমন ও গ্রীষ্টের জন্ম ৮ ও দূতগণদ্ধর মেষপালকদের কাছে তাহার জন্মের প্রকাশ ১৫ ও মেষপালকদের দ্বার অন্যদের কাছে তাহার প্রকাশ ২১ ও শ্রীষ্টের অবকচ্ছেদন, ২২ ও মরিয়মের শুচি হওনের বিবরণ ২৫ ও শিমিয়োনের বিবরণ ৩১ ও হন্নার বিবরণ ৩৯ ও খ্রীষ্টের বদ্ধন ৪১ ও বালককালে পণ্ডিতদের সহিত শ্রীষ্টের প্রশ্রনোত্তর। 172