পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার እግጥ দুই কপোতের বৎসকে” বলিদান করিতে তাহারা তাহাকে লইয়। ফিকশালমে গমন করিল ৷ ২৫ যিৰূশালম নগর নিবাসি শিমিয়োন নামে এক জন ধাৰ্ম্মিক ও ভক্ত লোক ছিল ; সে ইসায়েলের সাম্ভুনার অপেক্ষাতে থাকিত, এবং পবিত্র আত্ম। তাহাতে আবি২৬ ভূত ছিলেন । আর পরমেশ্বরের অভিষিক্ত ত্রাতার দর্শ ন ন পাইলে তোমার মরণ হইবে না, এই কথা পবিত্র ২৭ আত্মাকর্তৃক তাহার প্রতি প্রকাশিত হইয়াছিল । অপর যখন শিশু যীশুর পিতামাত। তাহার বিষয়ে ব্যবস্থানুসারে ক্রিয়া করিতে র্ত হকে মন্দিরে অনিল, তখল ২৮ শিমিয়োন আত্মার আকর্ষণদ্বারা মন্দিরে আসিয়া ত - হাকে ক্রোড়ে করিয়া ঈশ্বরের ধন্যবাদ পুৰ্ব্বক কহিল, ২৯ হে প্রতে, নিজ বাক্যানুসারে আপন সেবককে এখন ৩• কুশলে বিদায় করুন, কেননা তাবদেশীয়দের দীপ্তি প্র৩১ দানের দীপ্তিস্বৰূপ, এবং তোমার লোক ইসায়েলের গেী৩২ রবস্বৰূপ যে পরিত্রাণকৰ্ত্তাকে সকল লোকের সম্মুখে উৎ৩৩ পন্ন করিয়াছ, তিনি আমার নয়নগোচর হইলেন । তখন র্তাহার মাতা ও যুষফ তাহার বিষয়ে উক্ত এই সকল ৩৪ কথাতে আশ্চৰ্য্য জ্ঞান করিল অনন্তর শিমিয়োন তাহদিগকে আশীৰ্ব্বাদ করিয় তাহার মাতা মরিয়মকে কহিল, দেখ, ইসায়েল বংশের মধ্যে অনেকের পতন ও উত্থানের নিমিত্তে, এবং বিরোধপত্র হইবার নিমিত্তে, এবং অনেকের মনের গুপ্ত বিষয় প্রকাশ করিবার নি৩৫ মিত্তে এই বালক নিযুক্ত আছেন । তাহাতে তোমারও প্রাণ শূলেতে বিদ্ধ হইবে । - ৩৬ আর আশেরের বংশীয় পিলুয়েলের কন্যা হল নামী এক অতিবৃদ্ধ ভবিষ্যদ্বন্ত্রী যে বিবাহের পরে স্বামির সহিত 175