পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] লুকলিখিত সুসমাচীর । $ፃ: ১৬ রিলে যোহন সকলকে কহিল, আমি তোমাদিগকে জলেতে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু র্যাহার পাদুকার বন্ধন খুলিতে যোগ্য নহি, আমাহইতে গুরুতর এমন এক ব্যক্তি আসিতেছেন তিনি তোমাদিগকে অগ্নিস্বৰূপ পবি১৭ ত্ৰ আত্মাতে বাপ্তাইজ করবেন । আর তাহার হস্তে কু ল। অাছে ; তিনি আপন শস্য শুদ্ধ মতে ঝাড়িয়া গোম ভাণ্ডারে সংগ্রহ করবেন, কিন্তু ভূষি সকল আনিৰ্ব্বাণ ১৮ অগ্নিতে দগ্ধ করিবেন । এই ৰূপ নানা উপদেশদ্বার যোহন লোকদের নিকটে কথা প্রচার করিল। ১৯ অপর হেরোদ রাজা ফিলিপ নামক সহোদরের স্ত্রী হেরোদিয়ার বিষয়ে, এবং অন্য যে সকল দুষ্কৰ্ম্ম করি ২ - য়াছিল, তদ্বিষয়ে যোহনকর্তৃক অনুযুক্ত হইলে যোহনকে কারাগারে বদ্ধ করিয়া আরো অপরাধী হইল । ২১ ইহার পূর্বে যে সময়ে সকল লোক যোহনদ্বারা বা প্তাইজিত হইতেছিল, তৎকালে যীশুও আসিয়া বাপ্তা২২ ইজিত হইলেন । এবং তিনি প্রার্থনা করিলে মেঘদ্বার মুক্ত হইল, ও তাহাহইতে পবিত্র আত্মা মূৰ্ত্তিমান হইয়। কপোতের ন্যায় তাহার উপরে নামিলেন ; এবং ‘তুমি আমার প্রিয় পুত্ৰ, তোমাতে আমার পরম সন্তোষ, এমন এক আকাশবাণী হইল । ২৩ তৎকালে যীশুর বয়ঃক্রম প্রায় ত্রিশ বৎসর, এবং লৌকিক জ্ঞানেতে তিনি যুফের পুত্র, ও যুদ্ধস্থ এলির ২৪ পুত্র । এলি মত্ততের পুত্র, মত্তৎ লেবির পুত্র, লেবি মকির পুত্র, মলিক যানের পুত্র, যান যুষফের পুত্ৰ । ২৫ যুষফু মত্তখিয়ের পুত্র, মত্তথিয় আমোসের পুত্র, আমোস্ ২৬ নভূমের পুত্ৰ, নভূম ইষুলির পুত্র, ইষুলি নগির পুত্র । নগি মাটের পুত্র, মাই মত্তথিয়ের পুত্র, মত্তথিয় শিমিমির পুত্ৰ, 179