পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। >bー。 업

У о > X ৪ অধ্যায় । ১ শয়তানদ্বার স্ত্রীষ্টের পরীক্ষা ১৪ ও তাহার প্রচার করণের আরম্ভ ১৬ ও অশুচি ভূত ছাড়াওন ৩৮ ও পিতরের স্বশ্ৰকে সুস্থ করণ ৪০ ও নামাবিধ রোগিকে সুস্থ করণ । পরে যীশু পবিত্র আত্মাতে পূর্ণ হইয়া যদ্দন নদীহইতে ফিরিয়া আত্মার দ্বারা প্রান্তরে আকৰ্ষিত হইয়। চল্লিশ দিন পর্যন্ত শয়তান কর্তৃক পরীক্ষিত হইলেন ; আর সেই সকল দিন অনাহারে থাকাতে দিন সম্পূর্ণ হইলে তিনি ক্ষুধিত হইলেন । তাহাতে শয়তান আসিয়৷ তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র বট, তবে আজ্ঞাদ্বারা এই প্রস্তরকে রুট কর । তাহাতে যীশু উক্তর করিলেন, এমত লিপি আছে, “মনুষ্য কেবল রুট“তে ৰাচে না, কিন্তু ঈশ্বরের যে২ বাক্য তাহাদ্বারাই “বঁচে ” তখন শয়তান র্তাহাকে এক উচ্চ পৰ্ব্বতোপরি লইয়। গিয়৷ এক নিমিষের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল । পরে শয়তান তাহাকে বলিল, এই সকল রাজ্যের ঐশ্বৰ্য্য ও প্রতাপ সমস্তই তোমাকে দিব ; তাহ আমার স্থানে সমৰ্পিত আছে ; আমার যাহাকে ইচ্ছা, তাহাকে তাহ দিতে পারি । তুমি যদি আমাকে প্রণাম কর, তবে এ সকলি তোমার হইবে । তখন যীশু তাহকে উত্তর দিলেন, দূর হও, শয়তান ; লেখা আছে,“তুমি “আপন প্রভু পরমেশ্বরকে প্রণাম করিও, এবং কেবল “র্তাহারি সেবা করিও ।” পরে সে র্তাহাকে যিন্ধশালমে লইয়া গিয়া মন্দিরের চূড়ার উপরে বসাইয়া কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র বট, তবে এ স্থানহইতে নীচে পড় ; কেননা এমন লেখা আছে, “তিনি তোমাকে রক্ষা “করিতে আপন দূতগণকে আজ্ঞা দিবেন, তাহাতে তো 181