পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। >bアQ ৪২ কোন কথা কহিতে নিষেধ করিলেন । অপর প্রভাত হইলে তিনি বিরল স্থানে প্রস্থান করিলেন ; পরে লোকেরা তাহার অন্বেষণ করিতেই তাহার নিকটে গিয়৷ স্থানান্তরে না যাইতে র্তাহাকে অনুরোধ করিতে লাগিল । ৪৩ কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, ঈশ্বররাজ্যের সুসমা চার প্রচণর করিতে অন্য২ নগরেও আমাকে ৪ ৪ হইবে ; কেননা তন্নিমিত্তেই প্রেরিত আছি । পরে গালী লের নানা ভজনালয়ে উপদেশ দিলেন । ৫ অধ্যায় । ১ অনেক মৎস্য ধারণ ১২ ও কুষ্টিকে সুস্থ করণ ১৭ ও পক্ষাঘাতিকে সুস্থ করণ ও পাপক্ষম করণ ২৭ ও মথির প্রতি আহ্বান ও তাহার গৃহে ভোজ ৩৩ ও উপবাস না করিবার কারণের নির্ণয় । ১ অনন্তর যীশু এক দিন গিনেষরৎ হ্রদের কুলে দাড়া ইলে লোকেরা ঈশ্বরের কথা শ্রবণার্থে তাহার উপরে ২ চাপাচাপি করিল। তখন হ্রদের কুলের নিকটে দুই খান নেীক আছে, এবং মৎস্য ব্যবসায়িরা তাহ ত্যাগ ক৩ রিয়া জাল ধুইতেছে, ইহা দেখিয়া তিনি ঐ দুইয়ের মধ্যে এক খানে অর্থাৎ শিমোনের নৌকাতে আরোহণ করিয়া কুলহইতে কিঞ্চিৎ দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন ; অপর নৌকাতেই বসিয় লোকদিগকে উপ৪ দেশ দিতে লাগিলেন । পরে সেই প্রসঙ্গ সাঙ্গ করিয়৷ তিনি শিমোনকে কহিলেন, গভীর জলে গিয়। মৎস্য ৫ ধরিতে জাল নিক্ষেপ কর । তাহাতে শিমোন কহিল, হে গুরে, যদ্যপি আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র মৎস্য পাই নাই, তথাপি আপনকার আজ্ঞাতে ৬ জাল ফেলি । পরে জাল ফেলিলে যথেষ্ট মৎস্য পড়া ৭ তে জাল ছিড়িতে লাগিল । তাহাতে উপকারার্থে অন্য 185