পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b〜ン লুকলিখিত সুসমাচার । [৫ অধ্যায়। আদ্য আমরা অসম্ভব ব্যাপার দেখিলাম, ইহা বলিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিল । তদনন্তর বাহিরে গমন করিতে ২ যীশু করসঞ্চয়স্থানে ২৭ উপবিষ্ট লেবি নামে করসঞ্চয়কারিকে দেখিয়া তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস । তাহাতে সে তৎক্ষ- ২৮ থাৎ সকলকে পরিত্যাগ করিয়া উঠিয়া তাহার পশ্চাদ্‌ গমন করিল । পরে লেবি আপন গৃহে র্তাহার নিমিত্তে ২৯ বড় ভোজ প্রস্তুত করিলে তাহদের সঙ্গে অনেক২ করসঞ্চয়কারী এবং অন্য২ লোকের। ভোজনে বসিল । অত- ৩০ এব করসঞ্চয়কারি ও পাপি লোকদিগের সঙ্গে তোমরা কেন ভোজন পান করিতেছ ? এ কথা কহিয়া অধ্যাপকেরা ও ফিৰূশিরা তাহার শিষ্যদের সহিত বচসা করিতে লাগিল । তাহাতে যীশু তাহাদিগকে উত্তর করিলেন, ৩১ সুস্থ লোকদের চিকিৎসকেতে প্রয়োজন নাই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন আছে । আমি ধাৰ্ম্মিক লো- ৩২ কদিগকে আহবান করিতে আসি নাই, কিন্তু মন ফিরাইতে পাপিদিগকে আহবান করিতে অগসিয়াছি । পরে তাহারা কহিল, যোহনের এবং ফিৰূশিদের শি- ৩৩ ষ্যগণ বার২ উপবাস ও প্রার্থনা করে, কিন্তু তোমার শিষ্যের ভোজন ও পান করে, ইহার কারণ কি? তখন তিনি তাহাদিগকে কছিলেন, যে পৰ্য্যন্ত সখিগণের সঙ্গে কন্যার বর থাকে, তাবৎ কি তাহাদিগকে উপবাস করাইতে পার ? কিন্তু যখন তাহদের নিকটহইতে বর নীত ৩৫ হইবে, এমন সময় আসিবে ; তৎকালে তাহারা উপবাস করিবে । তিনি আরও এক দৃষ্টান্ত কহিলেন, পুরাতন ৩৬ বস্ত্রেতে কেহ নূতন বস্ত্রের ভালী দেয় না ; যেহেতুক তাহ 188