পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। SS) বিখ্যাত হইবা, যেহেতুক তিনি কৃতঘুদের ও দুষ্টদেরও ৩৬ হিত করেন । অতএব তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তদ্রুপ দয়ালু হও । ৩৭ অণর অন্যকে দোষী করিও না, তাহাতে তোমর দোষীকৃত হইব না ; এবং অদণ্ড্যকে দণ্ডাজ্ঞা দিও না, তাহাতে তোমরাও দণ্ডাজ্ঞ প্রাপ্ত হইবা না; পরের দোষ ক্ষমা কর, তাহাতে তোমাদেরও দোষ ক্ষমা ৩৮ হইবে । দান কর, তাহাতে তোমরাও দান প্রাপ্ত হইবা ; বরঞ্চ লোকের চাপিয়া বাকরিয়া উপচিয়া সম্পূর্ণ পরিমাণে তোমাদের কোলে দিবে ; তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণেতেই তোমাদের নিমিত্তে পরিমিত হইবে । ৩৯ পরে তিনি তাহাদিগকে এক দৃষ্টান্ত কহিলেন, অন্ধ ব্যক্তি কি অন্ধকে পথ দেখাইতে পারে ? তাহা করিলে ৪ - উভয়ই কি গৰ্ত্তে পড়িবে না ? গুরুহইতে শিষ্য শ্রেষ্ঠ নয়, কিন্তু শিষ্য সিদ্ধ হইলে গুরুর তুল্য হইতে পারে । ৪ ১ আর আপন চক্ষুতে যে আড়কাটা আছে, তাহার আ লোচনা না করিয়া তোমার ভ্রাতার চক্ষুতে যে কুট ৪২ অাছে, তাহাই কেন দেখিতেছ ? আর তোমার নিজ চক্ষুতে আড়কাটা আছে, তাহ ন বুঝিয়, হে ভ্রাতঃ, তোমার চক্ষুহইতে কুট বাহির করিতে দেও, এমন কথা ভ্রাতাকে কি প্রকারে কহিতে পার ? হে কপটি, অগ্রে আপন চক্ষুহইতে আড়কাটা বাহির করিয়া ফেল, তাহাতে দৃষ্টি প্রসন্ন হইলে তোমার ভ্রাতার চক্ষুহইতে ৪৩ ফুট বাহির করিতে পারিব । আর ভাল বৃক্ষেতে কখনো মন্দ ফল ধরে না, এবং মন্দ বৃক্ষেতে ভাল ৪৪ ফল ধরে না । স্ব ২ ফলদ্বারাতেই প্রত্যেক বৃক্ষকে চেনা 193