পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার ఫి( No) 8 bア S সময়ে শতসেনাপতির এক জন প্রিয় দাস মৃতবৎ পীড়িত হওয়াতে ঐ সেনাপতি যীশুর সম্বাদ শুনিয়া দাসকে সুস্থ করিবার নিমিত্তে র্তাহার আগমনার্থে বিনয় করিতে যিহুদীয়দের কএক জন প্রাচীনকে পাঠাইয়া দিল । তাহারা যীশুর নিকটে উপস্থিত হইয়া একান্তৰূপে বিনতি করিয়া বলিতে লাগিল, তুমি যাহাকে এই অনুগ্রহ করিব, সে এমত যোগ্যপাত্র বটে, কেননা সে অামাদের বংশীয় লোককে ভাল বাসে, এবং আমাদের এখানকার ভজনালয়ও নিৰ্ম্মাণ করাইল । তাহাতে যীশু তাহীদের সঙ্গে গমন করিয়া বাটীর নিকটে উপস্থিত হইলে ঐ শতসেনাপতি বন্ধুলোকদ্বারা তাহার নিকটে কহিয়া পাঠাইল, হে প্রভো, আপনাকে ব্যামোহ দিবেন না; আপনি যে আমার গৃহমধ্যে পদার্পণ করেন, আমি এমত যোগ্যপাত্র নহি, বরঞ্চ আমি আপনকার নিকটে যাইতেও আপনাকে অযোগ্য বুঝিলাম ; আপনি কথামাত্র আজ্ঞা করুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে । যেহেতুক আমি আপনি পরাধীন হইলেও আমার অধীন যে সেনাগণ আছে, তাহদের এক জনকে ষাও বলিলে সে যায়, এবং অন্যকে আইস বলিলে সে অাইসে, আর আমার নিজ দাসকে ‘এই কৰ্ম্ম কর বলিলে সে তাহাই করে। যীশু তাহার এই কথা শুনিয়া আশ্চৰ্য্য জ্ঞান করিলেন, এবং মুখ ফিরাইয়া পশ্চাদ্বৰ্ত্তি লোকদিগকে কহিলেন, আমি তোমাদিগকে কহি, ইস্‌!য়েল্ বংশের মধ্যেও এমন বিশ্বাস পাইলাম না । পরে ঐ (সেনাপতির) প্রেরিত লোকের গৃহে ফিরিয়া গিয়৷ সেই পীড়িত দাসকে সুস্থ দেখিল । পরদিবসে তিনি নায়িন নামক নগরে গমন করিলেন, 195