পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 και ο লুকলিখিত সুসমীচীর । [৮ অধ্যায় । এ কে ? কিন্তু তিনি সে স্ত্রীকে কহিলেন, তোমার বি- ৫ = শ্বাসতোমাকে পরিত্রাণ করিল ; কুশলে প্রস্থান কর । - ৮ অধ্যায়। ১ নগরে ২ গ্রীষ্টের ভূমণ ৪ ও বীজবাপকের দৃষ্টান্ত কথা ৯ ও তাহার তাৎপৰ্য্য ১৬ ও প্রদীপের দৃষ্টান্ত ১৯ ও কুটুম্বের লক্ষণ ২২ ও ঝড়কে স্থির করণ ২১ ও ভূতগণকে ছাড়াওন ৪০ ও গ্রীষ্টকে গ্রাহক্ত করণ ৪১ ও প্রদররোগীকে সুস্থ করণ ৪৯ ও অধ্যক্ষের মৃত্ত কন্যাকে প্রাণ দান । অপর যীশু নগরে ২ ও গ্রামে২ ভ্রমণ করিতে ২ ঈশ্ব- ১ রের রাজত্বের সুসমাচার প্রচার করিতে লাগিলেন, এবং দ্বাদশ শিষ্য র্তাহার সঙ্গে ছিল । এবং যে অনেক স্ত্রী- ২ লোক নিজ সংস্থান ব্যয় করিয়া তাহার সেবা করিত, তাহার। বিশেষতঃ মরিয়ম অর্থাৎ যাহাকে মগ্‌দলীনী বলে ও যাহাহইতে সাত ভূত বহির্গত হইয়াছিল, আর ৩ হেরোদ রাজার গৃহাধ্যক্ষ হোষির ভাৰ্য যোহান, এবং শোশন প্রভৃতি যাহারা মন্দ ভূত ও রোগহইতে মুক্ত হইয়াছিল, এই সকলে তাহার সঙ্গে ছিল । অনন্তর নানা নগরহইতে অনেক২ লোক আসিয়া তা- ৪ হার নিকটে একত্র হইলে তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কথা কহিলেন । এক জন বীজবাপক বীজ বপন করিতে ৫ গেলে, বপনের সময়ে কতক বীজ পথের পাশ্বে পড়িল, তাহাতে তাহ পদতলে দলিত হইল, ও আকাশের পক্ষিগণ তাহ খুঁটিয়া খাইল । আর কতক বীজ পাষাণ- ৬ স্থলে পড়িল, তাহাতে তাহার অঙ্কুর হইয়া উঠিল বটে, কিন্তু রসের অভাব প্রযুক্ত শুষ্ক হইয়া গেল । আর কতক ৭ বীজ কণ্টকবনের মধ্যে পড়িল, তাহাতে কণ্টক সকল সঙ্গে ২ বাড়িয় তাহা গ্রাসিয়া রাখিল । আর কতক ৮ বীজ উৰ্ব্বর। ভূমিতে পড়িল, তাহাতে তাহার অঙ্কুর বৃদ্ধি - 200 -