পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। ই ০৫ বস্ত্রের থোপ স্পর্শ করিল ; তাহাতে তৎক্ষণাৎ তাহার ৪৫ রক্তস্ব বদ্ধ হইল । তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল ? তাহাতে অনেকেই অস্বীকার করিলে পিতর ও তাহার সঙ্গির বলিল, হে গুরো, লোক সকল চাপাচাপি করিয়া আপনকার গাত্রের উপরে পড়িতেছে, তথাপি কে আমাকে স্পর্শ করিল ? ইহ। আপনি কেন ৪৬ বলিতেছেন ? যীশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিল, কেননা আমাহইতে শক্তি নির্গত হইল, আমি ইহ ৪৭ নিশ্চয় জানিলাম । তখন ঐ স্ত্রীলোক আপনি গুপ্ত। নহে, ইহা বুঝিয়া কঁাপিতেই তাহার সম্মুখে আসিয়৷ পড়িল ; এবং কি নিমিত্তে র্তাহাকে স্পর্শ করিল, এবং স্পর্শ করিবামাত্র কি প্রকারে সুস্থ হইল, তাহা সকল ৪৮ লোকের সাক্ষাতে বলিল । তাহাতে তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, সুস্থিরা হও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থা করিল ; তুমি কুশলে যাও । ৪৯ যীশুর এই কথা কহন সময়ে অধ্যক্ষের বাটীহইতে কোন লোক আসিয়া তাহাকে কহিল, তোমার কন্য। ৫ • মরিল ; গুরুকে ব্যামোহ দিও না । কিন্তু যীশু তাহ। শুনিয়া তাহাকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস ৫ ১ কর, তাহাতে সে বাচিবে । পরে তিনি তাহার বাটতে উপস্থিত হইলে, পিতর ও যাকুব ও যোহন এবং কন্যার মাতা পিতা ব্যতিরেকে আর কাহাকেও প্রবেশ করিতে ৫২ দিলেন না । আর যাহারা রোদন ও বিলাপ করিতেছিল, ঐ সকলকে কছিলেন, তোমরা কান্দিও না ; কন্যা মরে ৫৩ নাই, নিদ্রিতা আছে। কিন্তু তাহার মরণ নিশ্চয় জ৫ ৪ নিয়া তাহারা তাহাকে উপহাস করিল । পরে তিনি সকলকে বাহির করিয়া কন্যার হস্ত ধরিয়া ডাকিয় কহি 205