পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_షి লুকলিখিত সুসমাচার। [৯ অধ্যায় । তাহাদিগকে তর্জন করিয়া কহিলেন, তোমাদের মনের ভাব কি প্রকার, ইহা তোমরা জান না । মনুষ্যপুত্র ৫৬ মনুষ্যদিগের প্রাণ নষ্ট করিতে আইসেন নাই, কিন্তু রক্ষা করিতেই আসিয়াছেন । পরে তাহারা অন্য গ্রামে প্রস্থান করিলেন । - তাহার পর পথে যাইবার সময়ে এক ব্যক্তি র্তাহাকে ৫৭ কহিল, হে প্রভো, আপনি যে কোন স্থানে যাইবেন, আমিও সেই স্থানে আপনকার পশ্চাৎ যাইব । তাহতে ৫৮ যীশু তাহাকে কহিলেন, শৃগালের গৰ্ত্ত আছে, এবং আকাশীয় পক্ষিগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই । পরে তিনি অন্য এক জন- ৫৯ কে কহিলেন, তুমি আমার পশ্চাৎ আইস ; তাহাতে সে কহিল, হে প্রভো, অগ্রে পিতাকে কবর দিতে তামাকে যাইতে অনুমতি দিউন । তাহাতে যীশু কছিলেন, ৬ • মৃতদের কবর মৃতের দিউক, কিন্তু তুমি যাইয়া ঈশ্বরের রাজত্বের কথা প্রচার কর । পরে আর এক জন কহিল, ৩১ হে প্রভো, আমিও আপনকার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে আমার গৃহের পরিবার লোকদের নিকট হইতে বিদায় লইয়। আসিতে দিউন । তখন যীশু তাহাকে ক- ৬২ ছিলেন, যে কেহ লাঙ্গলে হাত দিয়া পশ্চাদিকে ফিরিয়া চাহে, সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত পাত্র নহে । ১০ অধTায় । ১ সত্তর শিষ্যকে নিরূপণ ও প্রেরণ করণ ১৩ ও কোরাসীন প্রভৃত্তি নগরের সন্তাপের ভবিষ্যৎ কথ1 ১৭ ও সত্তর শিষ্যের সহিত কথোপকথন ২৩ ও শিষ্যগণকে আশীৰ্ব্বাদ দেওন ২৫ ও ব্যবস্থাপককে শ্রীষ্টের উপদেশ দেওন ৩৮ ও মর্থ ও মরিয়মের গৃহে গ্রীষ্টের অ • জুখি হওন । 212