পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। * Y No) X তদনন্তর প্রভু আরও সত্তর শিষ্যকে নিযুক্ত করিয়া আপনি যে২ নগরে ও স্থানে গমন করিবেন, সেই২ নগরে ও স্থানে অগ্রে দুই২ জন করিয়া তাহাদিগকে পাঠাইলেন । আর তাহাদিগকে কহিলেন, শস্যের বাহুল্য বটে, কিন্তু ছেদকের অপ ; অতএব শস্যক্ষেত্রে আরও ছেদকদিগকে পাঠাইয়া দিতে ক্ষেত্রের স্বামি র নিকটে প্রার্থনা কর। আর তোমরা যাও, দেখ, কেন্দুয় ব্যাঘ্রসমূহের মধ্যে যেমন মেষবৎস, তদ্রুপ তোমাদিগকে পাঠাইতেছি । তোমরা আপনাদের সঙ্গে থলী কিম্বা কুলী কিম্বা পাদুকা লইয়া যাইও না, এবং পথের মধ্যে কাহাকেও নমস্কার করিও না । আর কোন বাটীতে প্রবেশ করণের সময়ে, এই বাটীর মঙ্গল হউক, এ কথা প্রথমে বলিও । তাহাতে সে বাটীতে যদি মঙ্গলের পাত্র থাকে, তবে সে মঙ্গল তাহারই উপরে বৰ্ত্তিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসিবে । আর তাহাদের নিকটে যে কিছু থাকে, তাহাই ভোজন পান করিয়া সেই বাটীতে থাকিও, কেননা কাৰ্য্যকারি লোক বেতনের যোগ্য হয় ; ঘরে২ যাইও না । আর তোমরা কোন নগরে প্রবিষ্ট হইলে লোকেরা যদি তোমাদিগকে অতিথি করে, তবে যে খাদ্য সামগ্রী উপস্থিত হইবে, তাহাই ভোজন করিও । এবং তন্নগরস্থ অসুস্থদিগকে সুস্থ করিও, এবং ঈশ্বরের রাজত্ব তোমাদের অাইল, এ কথা তাহাদিগকে কহিও । কিন্তু কোন নগরে প্রবিষ্ট হইলে লোকের। যদি তোমাদিগকে অতিথি ন৷ করে, তবে সে নগরের রাজপথে যাইয়। এই কথা বলি ১১ ও, তোমাদের নগরের যে ধূলা আমাদিগেতে লাগিয়া ছে, তাহাও তোমাদের প্রতিকুলে ঝাড়িয়া দি ; তথাপি 213