পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

みのぐ。 লুকলিখিত সুসমাচার। [১০ অধ্যায় । করিলেন, এক ব্যক্তি যিন্ধশালম নগরহইতে যিরীহে নগরে যাইতেছিল, এমত সময়ে দমু্যদলের হস্তে পতিত হওয়াতে তাহারা তাহার বস্ত্রাদি হরণ করিল, এবং তাহাকে আঘাত করিয়া মৃতপ্রায় ত্যাগ করিয়া গেল । অকস্মাৎ এক জন যাজক সেই পথ দিয়া যাইতেছিল ; ৩১ সে তাহাকে দেখিয়া পথের অন্য পাশ্ব দিয়া চলিয়৷ গেল । পরে তাহার ন্যায় এক জন লেৰীয় সেই স্থানে ৩২ উপস্থিত হইয় তাহার কাছে গিয়া অবলোকন করিয়৷ অন্য পাশ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু এক জন শোমি- ৩৩ রোণীয় যাইতেই সেই স্থানে আসিয় তাহাকে দেখিয়া দয়া করিল । এবং তাছার নিকটে যাইয় তাহার ক্ষ- ৩৪ তেতে তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া বন্ধন করিয়া নিজ বাহনের উপরে তাহাকে বসাইয়। উত্তরণীয় গৃহে লইয়। তাহার শুশ্রুষা করিল। পরদিবসে আপনার যাওন সময়ে ৩৫ দুই সিকি বাহির করিয়া সেই গৃহের কৰ্ত্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির শুশ্ৰষ করিও, তাহাতে যে অধিক ব্যয় হয়, তাহ পুনরাগমন সময়ে আমি পরিশোধ করব । এই তিন জনের মধ্যে ঐ দযু্যদলের হস্তে প- ৩৬ তিত ব্যক্তির প্রতিবাসী কে ? তোমার কি বোধ হয় ? তাহাতে সেই ব্যবস্থাপক কহিল, যে ব্যক্তি তাহার প্রতি ৩৭ দয়া করিল, সেই । তখন যীশু কহিলেন, তুমিও যাইয়। তদ্রুপ ব্যবহার কর । পরে তাহারা যাইতে ২ কোন গ্রামের মধ্যে প্রবেশ ৩৮ করিলে মর্থ নামে এক স্ত্রী র্তাহাকে আপন গৃহেতে অতিথি করিল। তাহাতে মরিয়ম নামী তাহার ভগিনী ৩৯ যীশুর চরণ নিকটে বসিয় তাহার উপদেশ কথা শু নিতে লাগিল । কিন্তু মর্থ নানা প্রকার সেবাকৰ্ম্মে ৪ • 216