পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&〉b" লুকলিখিত সুসমাচার। [১১ অধ্যায় । রক্ষা কর।” পরে তিনি আরও কহিলেন, তোমাদের মধ্যে কাহারে কি এমন এক বন্ধু আছে, যাহার নিকটে সে অৰ্দ্ধরাত্রি সময়ে যাইয়। বলে, “হে মিত্র, অামার বা । টীতে এক পথিক বন্ধু আইল, কিন্তু তাহাকে অতিথি করিতে আমার কাছে কিছুই নাই ; অতএব আমাকে তিনখান রুটী ধার দেও ? সেই বন্ধু ভিতরে থাকিয়৷ আমাকে দুঃখ দিও না ; এখন দ্বার রুদ্ধ, এবং বালকেরা আমার সহিত শয়নে আছে ; তোমাকে দিবার জন্যে উঠিতে পারি না ; এমন উত্তর দিতে পারে । কিন্তু তামি তোমাদিগকে কহি, সে যদি মিত্রভাবে তাহ। দিতে না উঠে, তথাপি বারহ প্রার্থনাতে বিরক্ত হইয়। যাহাতে তাহার প্রয়োজন, তাহাই দিবে । এ জন্যে তোমাদিগকে কহিতেছি, যাজ্ঞা কর, তাহাতে তোমাদিগকে দত্ত হইবে ; এবং অন্বেষণ কর, তাহাতে উদেশ পাইবা ; এবং দ্বারে আঘাত কর, তাহাতে তোমাদের জন্যে দ্বার মুক্ত হইবে । যে যজ্ঞ করে সে পায়, এবং যে অন্বেষণ করে সে উদ্দেশ পায়, এবং যে দ্বারে আঘাত করে তাহার জন্যে দ্বার মুক্ত হয় । পুত্র রুটী চাহিলে তাহাকে প্রস্তর দেয়, কিম্বা মৎস্য চাহিলে তাহাকে মৎস্য না দিয়া সৰ্প দেয়, কিয়া ডিস্ক চাহিলে তাহাকে বৃশ্চিক দেয়, তোমাদের মধ্যে এমন পিতা কে ভাগছে ? অতএব তোমরা মন্দ হইয়াও যদি আপন২ বালকদিগকে উত্তম দ্রব্য দিতে জান, তবে তোমাদের স্বৰ্গস্থ পিত তাপন যাচকদিগকে কি পবিত্র তাত্মা দিবেন না ? অনন্তর যীশু কোন মনুষ্যহইতে এক গোঙ্গ ভূত ছাড্রাইলে পর সে ভূতত্যক্ত মনুষ্য স্পষ্টৰূপে কথা কহিতে লাগিল ; তাহাতে লোক সকল আশ্চর্য জ্ঞান করিল ৷ 218 (t S X > R > Nう | 8