পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৪ লুকলিখিত সুসমাচার। [১২ অধ্যায় ? মস্তকের কেশ সকলও গণিত আছে ; অতএব ভয় করিও না, তোমরা অনেক চটক পক্ষিহইতে বহুমূল্য । আর আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, মনুষ্যপুত্র ঈশ্বরের দুতগণের সাক্ষাতে তাহাকে স্বীকার করিবেন ; কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও ঈশ্বরের দূতগণের সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব । আর যে কেহ মনুষ্যপুত্রের নিন্দাভাবে কোন কথা কহে, তাহার সেই পাপের মোচন হইতে পারে ; কিন্তু যে কেহ পবিত্র আত্মার নিন্দ করে, তাহার মোচন হইবে না । আর যখন লোকেরা তোমাদিগকে ভজনালয়ে এবং বিচারকর্তাদের ও রাজ্যকৰ্ত্তাদের সম্মুখে লইয়। যাইবে, তখন কি প্রকারে ও কি কথাতে উত্তর দিবা ও কি কহিবা, এ বিষয়ে চিন্ত। করিও না ; কেননা সে সময়ে যাহ২ বক্তব্য, তাহ পবিত্র আত্মা তোমাদিগকে শিক্ষা দিবেন । পরে জনতার মধ্যহইতে এক ব্যক্তি র্তাহাকে বলিল, হে গুরো, আমার সহিত পৈতৃক ধন বিভাগ করিতে অামার ভ্রাতাকে আজ্ঞা করুন । কিন্তু তিনি তাহাকে কহিলেন, হে মনুষ্য, তোমাদের উপরে বিচারকর্তা ও বিভাগকৰ্ত্ত করিয়া আমাকে কে নিযুক্ত করিল ? পরে তিনি লোকদিগকে কহিলেন, লোভের বিষয়ে সাবধান ও সতর্ক হইয়া থাক ; কেননা বহু সম্পত্তি প্রাপ্ত ব্যক্তিরও সম্পত্তিদ্বারা আয়ু হয় না । পরে এক দৃষ্টান্ত কথা উত্থাপন করিয়া কহিলেন, এক জন ধনবানের > c X > > R. X \o > 8 N (R ১ ৬ ভূমিতে যথেষ্ট শস্যাদি উৎপন্ন হইল । তাহতে সে ১৭ মনেই ভাবিয়া কহিল, আমার এ সমস্ত উৎপন্ন দ্রব্য 224