পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**や লুকলিখিত সুসমাচার। [১২ অধ্যায় । ক্ষিপ্ত হইবে, এমন যে তৃণ, তাহাকে যদি ঈশ্বর এতাদৃশ বিভূষিত করেন, তবে হে অল্প প্রত্যয়িরা, তোমাদিগকে কি বস্ত্র দিবেন না ? অতএব আমরা কি ভো- ২৯ জন করিব ? ও কি পরিধান করিব ? এ বিষয়ে চিন্তান্বিত হইও না, এবং সন্দিগ্ধও হইও না । জগতের দেব- ৩ • পূজকেরাই এ সকল বিষয়ে সচেষ্ট আছে ; এবং এই সকল দ্রব্য তোমাদের আবশ্যক আছে, তাহা তোমাদের পিতা জানেন। অতএব ঈশ্বরের রাজ্যের বিষয়ে ৩১ সচেষ্ট হও, তাহ হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দত্ত হইবে । হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, তোমা- ৩২ দিগকে রাজ্য দিতে তোমাদের পিতার অভিমত আছে ৷ অতএব তোমাদের যে২ দ্রব্য থাকে, তাহী বিক্রয় করি- ৩৩ য়া বিতরণ কর ; এবং যে স্থানে চোর আইসে না ও কীট ক্ষয় করে না, এমন স্বগেতে আপনাদের নিমিত্তে অজর থলীতে অক্ষয় ধন সঞ্চয় কর ; কেনন। যে স্থানে ৩৪ তোমাদের ধন, সেই স্থানে তোমাদের মন । আর তোমরা প্রদীপ জ্বালিয়া বদ্ধকটি হইয়া থাক ; ৩৫ এবং প্রভু বিবাহহইতে আসিয়া দ্বারে আঘাত করিবা- ৩৬ মাত্র দ্বার খুলিয়া দিবার জন্যে যেমন দাসের তাহার অপেক্ষা করিয়া থাকে, তেমনি তোমরাও থাক । যে- ৩৭ হেতুক প্রভু আসিয়া যে২ দাসগণকে সচেতন থাকিতে দেখিবেন, তাহারাই ধন্য ; আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, প্রভু আপনি কটি বান্ধিয় তাহাদিগকে ভোজনে বসাইয়। নিকটে আসিয়া পরিবেষণ করিবেন । আর দ্বিতীয় কিম্ব তৃতীয় প্রহরে আসিয়া যদি ঐ রূপ ৩৮ দেখেন, তবে সেই দাসেরাই ধন্য । আর কোন দণ্ডে ৩৯ চোর আসিবে, তাহা যদি গৃহস্থ জানিতে পারে, তবে 226