পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 মথিলিখিত সুসমাচার । [৬ অধ্যায়। তোমরা তাহারি সন্তান হইব । যাহারা তোমাদিগকে প্রেম করে, কেবল তাহাদিগকে প্রেম করিলে তোমাদের কি ফল হইবে ? চণ্ডালেরাও কি এই মত করে না? আর তোমরা যদি কেবল আপনাদের ভ্রাতৃগণকে নমস্কার কর, তবে সে কোন বড় কৰ্ম্ম কর ? চণ্ডালেরাও কি সে ৰূপ করে না? অতএব তোমাদের স্বৰ্গস্থ পিতা যেমন পূর্ণ হন, তোমরাও তেমনি হও । ৬ অধ্যায় । ১ ধর্মকর্মের কথা ২ ও দান করণের ব্যবস্থা ৫ ও প্রার্থনা করণের ব্যবস্থা ১৬ ও উপবাস করণের ব্যবস্থা ১৯ ও ধনসঞ্চয়ের উপদেশ ২৫ ও ধর্মবিষয় চেষ্টা করণের আবশ্যকতা। সাবধান, মনুষ্যদিগকে দেখাইবার নিমিত্তে তাহদের গোচরে ধৰ্ম্মকৰ্ম্ম করিও না, কেননা তাহা করিলে তোমাদের স্বৰ্গস্থ পিতাহইতে কোন ফল পাইবা না । তুমি যখন দান কর, তখন কপটি লোকেরা যেমন মনুষ্যদের হইতে প্ৰশংসিত হইবার জন্যে ভজনালয়ে ও রাজপথে তুরী বাজায়, তেমন করিও না ; আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তাহার। আপনাদের ফল পাইল । কিন্তু তুমি যখন দান কর, তখন আপনার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহ বাম হস্তকে জানাইও না । তাহাতে তোমার দান গোপনে হইবে, ও তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি প্ৰকাশৰূপে তোমাকে ফল দিবেন । আর যখন প্রার্থনা কর, তখন কপটিদের ন্যায় করিও না ; কারণ তাহারা ভজনালয়ে ও রাজপথের কোণে দাড়াইয়া লোক দেখান প্রার্থনা করিতে ভাল বাসে ; আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তাহারা আপনাদের ফল পাইল । অতএব তুমি প্রার্থনাকালে অন্তরাগারে পৃবিষ্ট 14 8 «S» 8 영 8レー 9א 8 So