পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩০ লুকলিখিত সুসমাচার। [১৩ অধ্যায় । স্থান যোড়া করিয়া থাকে কাটিয়া ফেল । তাহাতে ৮ মালী উত্তর করিল, হে প্রভো, আর এক বৎসর থকিতে দিউন , উহার মূলের চারিদিগে খনন করিয়া সার দিব, তাহাতে ফল ধরিতে পারে ; যদি না ধরে, ৯ তবে পশ্চাৎ কাটিয়া ফেলিবেন । পরে বিশ্রামবারে এক ভজনালয়ে যীশু উপদেশ দি- ১ - তেছেন, এমন সময়ে ভূতের অধীন হওয়াতে কুক্ত। ১১ হইয়া কোন ক্রমে সোজা হইতে পারে না, এমন এক আঠার বৎসর পর্যন্ত দুর্বল স্ত্রীকে সেই স্থানে উপস্থিত দেখিয়া যীশু তাহাকে ডাকিয় কহিলেন, হে ১২ নারি, তোমার দৌৰ্ব্বল্যহইতে তুমি মুক্ত হও । পরে ১৩ তাহার গাত্রে হস্তার্পণ করিবণমাত্র সে সোজা হইয়। ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিল ৷ কিন্তু বিশ্রামবারে ১৪ যীশুর সুস্থ করাতে ভজনালয়ের অধ্যক্ষ ক্রুদ্ধ হইয়া লোকদিগকে বলিল, ছয় দিনের মধ্যে লোকদের সকল কৰ্ম্ম করা কৰ্ত্তব্য ; অতএব সুস্থ হইবার নিমিত্তে ঐ সকল দিনেতে আসিও, বিশ্রামবারে আসিও না । তখন ১৫ প্রভু উত্তর করিলেন, আরে কপটি, তোমাদের প্রত্যেক জন বিশ্রামবারে আপন২ বলদ ও গর্দভকে বন্ধনস্থানহইতে মুক্ত করিয়া জল পান করাইতে কি লইয়া যায় না? তবে আঠার বৎসরাবধি শয়তানকর্তৃক বদ্ধ আছে ১৬ যে ইব্রাহীমের সন্ততি এই স্ত্রী, ইহাকে বিশ্রামবারে শৃঙ্খলহইতে মুক্ত করা কি কৰ্ত্তব্য নয় । এ সকল কথা ১৭ কহিলে তাহার বিপক্ষেরা অপ্রতিভ হইল, কিন্তু র্তাহর কত সকল মহৎ কৰ্ম্মের নিমিত্তে লোকসমূহ আনন্দিত হইল । পরে তিনি কহিলেন, কাহার সহিত ঈশ্বরের রাজ্যের ১৮ 230