পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। *○> সাদৃশ্য হইবে ? কিসের সহিত তাহার তুলনা দিব ? ১৯ কোন মনুষ্য এক সর্ষপবীজ লইয়া আপন উদ্যানে রোপণ করিলে ঐ বীজ অঙ্কুরিত হইয়। এমন মহাবৃক্ষ হইয়া উঠিল, যে তাহার শাখাতে আকাশের পক্ষিগণ আসিয়া বাস করিল ; সেই সর্ষপের তুল্য ঐ রাজ্য । । ২• পুনৰ্ব্বার কহিলেন, আর কাহার সহিত ঈশ্বরের রাজ্যের ২১ তুলনা দিব ? এক স্ত্রী যে তাড়ী লইয়। তিন কাঠ। ময়দার মধ্যে ঢাকিয়। রাখিলে পর ক্রমে ২ তাহ সমুদয় ময়দাতেই ব্যাপিয়া গেল, সেই তাড়ীর তুল্য ঐ রাজ্য । ২২ এই ৰূপে তিনি যিৰূশালম নগরে গমনোন্মুখ হইয়। ২৩ নগরে ২ ও গ্রামে ২ উপদেশ দিতে ২ চলিলেন । তখন এক ব্যক্তি র্তাহাকে জিজ্ঞাসা করিল, হে প্রভো, কি কেবল অলপ লোক পরিত্রাণ পাইবে ? তাহতে তিনি ২৪ তাহাদিগকে কহিলেন, সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর, কেনন। আমি তোমাদিগকে কহিতেছি, অনেকেই প্রবেশ করিবার চেষ্টা করিবে, কিন্তু পরিবে ২৫ না । গৃহের কৰ্ত্ত উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা যদি বাহিরে দাড়াইয়া দ্বারে আঘাত করিয়া বল, হে প্রভো, হে প্রভো, আমাদের জন্যে দ্বার খুলিয়। দিউন, তবে তিনি এই উত্তর দিবেন, তোমরা কোথা২৬ কণর লোক, তাহ আমি জানি না । তখন তোমরা বলিবা, আমরা তোমার সাক্ষাতে ভোজন পান করিয়াছি, এবং আমাদের নগরের পথে তুমি উপদেশ দি২৭ মাছ । কিন্তু তিনি বলিবেন, আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা কোথাকার লোক, তাহা তামি জানি ২৮ না ; হে দুরাচার সকল, আমাহইতে দূর হও । তখন 231