পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さい○8 লুকলিখিত সুসমাচার। [১৪ অধ্যায় । করা যাইবে ; কিন্তু যে জন আপনাকে নত করে, তাহাকে উন্নত করা যাইবে । তখন তিনি নিমন্ত্রণকারি ব্যক্তিকেও কহিলেন, মধ্যাহ্ন কিম্ব। রাত্রি ভোজ প্রস্তুত করিলে নিজ বন্ধুগণ ও जांडूवशf ও জ্ঞাতিবর্গ ও ধনি প্রতিবাসিগণকে নিমন্ত্রণ করিও না ; কি জানি, তাহারা পুনৰ্ব্বার তোমাকে নিমন্ত্ৰণ করিলে তাহা তোমার শোধ হইবে । কিন্তু যখন ভোজ প্রস্তুত কর, তখন দরিদ্র ও নুলা ও খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও ; তাহাতে আশীৰ্ব্বাদ পাইবা, এবং তাহারা পরিশোধ করিতে না পারিলে ধাৰ্ম্মিকদের কবরহইতে উথান সময়ে শোধ পাইব । পরে ঐ কথা শুনিয়। ভোজনোপবিষ্ট কোন এক ব্যক্তি কহিল, যে জন ঈশ্বরের রাজ্যে ভোজন করিতে পাইবে, সেই ধন্য । তাহাতে তিনি কহিলেন, এক ব্যক্তি রাত্রিতে মহাভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিল । পরে ভোজন সময়ে নিমন্ত্রিত লোকদিগকে আহবান করণার্থে দাসদ্বারা কহিয়া পাঠাইল, এখন সকলই প্রস্তুত আছে, তোমরা আইস ; কিন্তু তাহার। সকলে এক২ ছল করিয়া ক্ষমা প্রার্থনা করিল । প্রথম জন কহিল, এক খান ক্ষেত্র ক্রয় করিলাম, তাহ দেথিতে অামাকে যাইতে হইবে ; অতএব আমাকে ক্ষম। করিতে নিবেদন করিও । অন্য জন কহিল, আমি পাচ যোড়। বলদ কিনিলাম, তাহদের পরীক্ষা করিতে যাইতেছি ; অতএব আমাকে ক্ষমা করিতে নিবেদন করিও । > 2. > \○ > 8 > ○ X V, Σ 9" X > অার এক জন কহিল, আমি বিবাহ করিলাম, এ কা- ২০ রণ যাইতে পারিব না । পরে সে দাস ফিরিয়া গিয়া ২১ আপন প্রভূর সাক্ষাতে সমস্ত বৃত্তান্ত নিবেদন করিলে 234