পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৩ লুকলিখিত সুসমাচার । [১৫ অধ্যায় । ইহা প্রথমে বসিয়। বিবেচন। না করে, এমন রাজা বা কে ? যদি না পারে, তবে শতু দূরে থাকিতে সে ৩২ দূতকে প্রেরণ করিয়া সন্ধি নিৰ্দ্ধারণের কথা জিজ্ঞাসা করে । তদ্রুপ তোমাদের মধ্যে যে কেহ সৰ্ব্বস্ব ত্যাগ ৩৩ করিতে না পারে, সে আমার শিষ্য হইতে পারিবে না । লবণ উত্তম বটে, কিন্তু যদি লবণের লবণত্ব যায়, ৩৪ তবে তাহ কেমন করিয়া আস্বাদযুক্ত হইবে ? তাহ ৩৫ ভূমির কিম্বা সারঢিবির নিমিত্তেও ভাল হয় না ; লোকেরা তাহাকে বাহিরে ফেলিয়া দেয় । যাহার শুনিতে কর্ণ থাকে, সে শুনুক । ১৫ অধ্যায় । ১ হারাণ মেষ ও হরিাণ রূপার দৃষ্টান্ত ১১ ও অপব্যয়ি পুত্রের দৃষ্টান্ত । তখন করসঞ্চয়কারি ও পাপি সকল তাহার কথা ১ শুনিতে যীশুর নিকটে আইল । তাহাতে ফিন্ধশিরা ও ২ অধ্যাপকেরা বচসা করিয়। কহিল, এ মনুষ্য পাপিগণের সঙ্গে প্রণয় করিয়া একত্র ভোজন করিতেছে । তখ- ৩ ন তিনি তাহাদিগকে এই এক দৃষ্টান্ত কথা কহিলেন ; কাহারো শত মেষ থাকিলে তাহার মধ্যে যদি একটা ৪ হারায়, তবে নিরানব্বইটা মেষ প্রান্তরের মধ্যে ছাড়িয়া হারাণ মেষের উদ্দেশ প্রাপ্তি পর্যন্ত অন্বেষণ না করে, এমন লোক তোমাদের মধ্যে কে আছে ? অার ৫ তাহার উদ্দেশ পাইলে হৃষ্ট মনে স্কন্ধে করিয়া স্বস্থানে ৬ আনয়ন পূর্বক বন্ধু বান্ধব ও প্রতিবাসিদিগকে ডাকিয়৷ বলে, হারাণ মেষকে পাইলাম, অতএব আমার সঙ্গে আনন্দ কর । তদ্রুপ আমি তোমাদিগকে কহিতেছি, ৭ যাহাদের মনঃপরিবর্তনের আবশ্যকতা নাই, এমন নি রানব্বই ধাৰ্ম্মিক লোক অপেক্ষ যে জন মন ফিরায়, 236