পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। R\S) :) ৩০ কিন্তু তোমার যে পুত্র বেশ্যাগমনাদিদ্বারা তোমার সম্পত্তি অপব্যয় করিয়াছে, সে আসিবণমাত্র তাহারই ৩১ নিমিত্তে তুমি হৃষ্ট পুষ্ট বাছুর মারিলা । তখন তাহার পিত কহিল, হে পুত্ৰ, তুমি সৰ্ব্বদা আমার সহিত আছ, ৩২ তাহাতে আমার সর্বস্বই তোমার । কিন্তু তোমার এই ভ্রাতা মৃত হইয়া পুনশ্চ সজীব হইল, এবং হারাণ হইয় প্রাপ্ত হইল, এ কারণ উৎসব ও আনন্দ করা (অণমাদের) উচিত । ১৬ অধ্যায় । ১ অপব্যয়ি গৃহাধ্যক্ষের দৃষ্টান্ত ১০ ও বিশ্বস্ত হওনের আবশ্যকতা ১৪ ও ফিরুশিদের প্রতি অনুযোগ ১৯ ও ধনি ও দরিদের দৃষ্টান্ত । ১ অপর যীশু শিষ্যদিগকে আর এক কথা কহিলেন, এক ধনবানের গৃহীধ্যক্ষ আপনার স্বামির সম্পত্তি অপব্যয় ২ বিষয়ে অপবাদিত হইলে ঐ স্বামী তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয়ে এ কি কথা শুনিতে পাই ? তুমি অধ্যক্ষপদের নিকাশ দেও, তুমি গৃহাধ্যক্ষের পদে আর ৩ থাকিতে পাইবা না । তখন সে গৃহাধ্যক্ষ মনেই ভাবিতে লাগিল, প্রভু আমাকে অধ্যক্ষপদচ্যুত করিলে কি করিব ? মৃত্তিক কাটিতে আমার শক্তি নাই, এবং ভিক্ষা করি। ৪ তেও লজ্জা হয় । অতএব পদচ্যুত হইলে যেন লোকেরা আপনাদের গৃহে আমাকে গ্রহণ করে, ইহার নিমিত্ত্বে ৫ কি কৰ্ম্ম করিতে হয়, তাহা অামি মনস্থ করি । পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণিকে ডাকিয় প্রথম জনকে জিজ্ঞাসিল, তোমার কাছে আমার প্রভুর কত পাওনা ৩ অাছে ? তাহাতে সে বলিল, এক শত মোন তৈল; তখন গৃহাধ্যক্ষ কহিল, তোমার পত্র আনিয়া শীঘ্ৰ বসিয়া ৭ তাহাতে পঞ্চাশ মোন লেখ । পরে অণর এক জনকে - 239