পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। ১৫ হইয়া দ্বার রুদ্ধ করিয়া গুপ্ত স্থানস্থ তোমার পিতার নিকটে প্রার্থনা কর; তাহাতে তোমার পিতা যিনি গোপনে ৭ দেখেন, তিনি তোমাকে প্রকাশ ৰূপে ফল দিবেন । অপর প্রার্থনাকালে দেবপূজকদের ন্যায় বৃথা পুনরুক্তি করিও না ; কেননা বহু কথা কহিলে আমাদের প্রার্থনা গ্রাহ ৮ হইবে, তাহার এমন বোধ করে । তোমরা তাহদের ন্যায় করিও না ; যেহেতুক তোমাদের কি ২ প্রয়োজন, তাহ ৯ যাজ করণের পূর্বে তোমাদের পিতা জানেন । অতএব তোমরা এই মত প্রার্থনা কর ; হে আমাদের স্বৰ্গস্থ ১• পিতা, তোমার নাম পূজ্য হউক । তোমার রাজত্ব হউক ; আর তোমার ইচ্ছা স্বগেতে যেমন, তেমনি পৃথিবী১১ তেও সফল হউক । আমাদের প্রয়োজনীয় আহার অদ্য ১২ দেও । আর আমরা যেমন অণপন অপরাধিদিগকে ক্ষম ১৩ করি, তদ্রুপ তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর । এবং আমাদিগকে পরীক্ষাতে আনিও না ; কিন্তু মন্দহইতে রক্ষা কর ; (রাজত্ব ও গৌরব ও পরাক্রম এ সকলি সদাকালে ১৪ তোমার ; আমেন।) তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষম। কর, তবে তোমাদের স্বৰ্গস্থ পিতাও তোমাদিগকে ক্ষম। ১৫ করিবেন । কিন্তু তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষম ন৷ কর, তবে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষম। করিবেন না । ১৬ আর যখন উপবাস কর, তখন কপটি লোকেরা যেমন মনুষ্যদিগকে উপবাস জানাইবার নিমিত্তে আপনাদের মুখ মান করে, তদ্রুপ তোমরা বিষণ্ণবদন হইও না ; আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তাহারা আপনাদের ফল ১৭ পাইল । কিন্তু তুমি উপবাসী হইলে যেন লোকদের কাছে তোমাকে উপবাসির মত না দেখায়, কিন্তু অগোচর 15