পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। ২৪১ বক্তৃগণের লিপি ছিল ; তদবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার হইতেছে, এবং প্রত্যেক জন তন্মধ্যে যত্নে ১৭ প্রবেশ করিতেছে । বরং আকাশের ও পৃথিবীর লোপ হইবে, তথাচ ব্যবস্থার এক বিন্দুরও লোপ হইবে না । ১৮ যে কেহ আপনার স্ত্রীকে পরিত্যাগ করিয়৷ অন্য স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে ; এবং যে ব্যক্তি সেই স্বামিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সে ও ব্যভিচার করে । ১৯ এক ধনবান মানুষ শুভ্রবর্ণ সুক্ষম বস্ত্র পরিধান করিত, 2、 ২০ এবং প্রত্যহ পরিতোষৰূপে ভোজন পান করিত । এবং সৰ্ব্বাঙ্গে ক্ষতযুক্ত ইলিয়াসর নামে এক জন দরিদ্র ঐ ধনবানের ভোজনাসনহইতে পতিত উচ্ছিষ্ট অন্ন খাইতে ২১ বাঞ্ছা করিয়া তাহার দ্বারে পড়িয় খাকিত, এবং কুকুর২২ গণ আসিয় তাহার ক্ষত সকল চাটিত । কিছু কাল পরে ঐ দরিদ্র প্রাণ ত্যাগ করিলে স্বৰ্গীয় দূতগণ তাহাকে লইয়া ইব্রাহীমের ক্রোড়ে বসাইল । পরে সেই ২৩ ধনবানও মরিল, ও তাহার কবরও দেওয়া গেল ; কিন্তু পরলোকে যন্ত্রণাগ্রস্ত হইয়া সে উদ্ধৃদিগে দৃষ্টি করিয়া দুরে ইব্রাহীমকে এবং তাহার ক্রোড়ে ইলিয়াসরকে ২৪ দেখিয়া চেচাইয়া কহিল, হে পিতঃ ইব্রাহীম, আমার প্রতি দয়া করিয়া অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়। অামার জিহব৷ শীতল করিতে ইলিয়াসরকে পাঠাইয়। ২৫ দেও ; এই অগ্নির শিখাতে আমি ব্যথিত আছি । তখন ইব্রাহীম কহিল, হে পুত্র, তুমি জীবদ্দশাতে সম্পদ পাইয়াছিল, এবং ইলিয়াসর বিপদ পাইয়াছিল, ইহা স্মরণ কর ; কিন্তু সম্প্রতি তাহার সান্থন ও তোমার ২৬ যন্ত্রণ হইতেছে । আরও বলি, তোমাদের ও আমাদের স্থানের মধ্যে মহাবিচ্ছেদ স্থাপিত আছে, তন্নিমিত্তে এ 241