পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৪ লুকলিখিত সুসমাচার। [১৭ অধ্যায় । যাইতেই রোগহইতে পরিস্কৃত হইল। তখন তাহদের ১৫ মধ্যে এক জন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চৈঃস্বরে ঈশ্বরের ধন্যবাদ করিতে ২ ফিরিয়া আইল, এবং যীশুর ১৬ চরণতলে অধোমুখে পতিত হইয় তাহার গুণানুবাদ করিতে লাগিল ; সে শোমিরোণী ছিল । তখন যীশু ১৭ কহিলেন, কি দশ জন পরিস্কৃত হইল না ? তবে আর নয় জন কোথায় ? এই বিদেশি ব্যক্তি ব্যতিরেক প্র- ১৮ ত্যাগমন করিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে আর কেহ উপস্থিত হইল না ? ইহা বলিয়। তিনি তাহাকে কহি- ১৯ লেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল ৷ অনন্তর কোন সময়ে ঈশ্বরের রাজত্ব হইবে, ফিন্ধশিরা ২০ এই কথা জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন, ঈশ্বরের রাজত্ব সমারোহ পূর্বক হইবে না । অতএব এ ২১ স্থানে দেখ, কি ও স্থানে দেখ, এমন কথা লোক কহিতে পারিবে না ; ঈশ্বরের রাজত্ব তোমাদের অন্তরেই আছে । পরে তিনি শিষ্যদিগকে কহিলেন, যে সময়ে তোমর। ২২ মনুষ্যপুত্রের এক দিন দেখিতে ইচ্ছা করিবা, কিন্তু দেখিতে পাইবা না, এমন সময় আসিতেছে । তখন ২৩ এই স্থানে কিম্বা ঐ স্থানে আসিয়া দেখ, এই কথা লোকেরা বলিবে ; কিন্তু যাইও না, ও তাহাদের পশ্চাদ গামী হইও না । কেননা বিদ্যুৎ যেমন আকাশের ২৪ এক দিগহইতে নির্গত হইবামাত্র অন্যদিক ব্যাপিয়৷ দীপ্তি প্রকাশ করে, তদ্রুপ আপনার সেই দিনে মনুষ্যপুত্রের প্রকাশ হইবে । কিন্তু তাহার পূর্বে র্তাহাকে অ- ২৫ নেক দুঃখভোগ করিতে এবং এই বর্তমান লোককতক 244