পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8ぐ) লুকলিখিত সুসমাচার। [১৮ অধ্যায়। ১৮ অধ্যায় । ১ বিধবার দৃষ্টান্ত ৯ ও ফিরুশি ও করসঞ্চয়কারির দৃষ্টান্ত ১৫ ও শিশুগণকে গ্রাহ্য করণ ১৮ ও এক যুব ধনি অধ্যক্ষের কথা ৩১ ও গ্রীষ্টের মরণ বিষয়ক ভবিষ্যদ্বাক্য ৩৫ ও এক অন্ধ ভিক্ষুককে চক্ষু দেওন । অপর ক্লান্ত না হইয়। অনবরত প্রার্থনা করা লোকদের কর্তব্য, এই তাশয়ে যীশু এই এক দৃষ্টান্ত কথা কহিলেন । কোন নগরে এক জন বিচারকর্ত। ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না এবং মানুষকেও মানিত না । পরে তন্নগর নিবাসিনী এক বিধবা তাহার নিকটে আসিয়া, প্রতিবাদির সহিত আমার বিচার পরিস্কার করিয়া দেও, এই নিবেদন করিত। তাহাতে ঐ বিচারকর্তা কএক দিন পর্যন্ত তাহা স্বীকার করিল না; পরে মনে২ ভাবিল, যদ্যপি ঈশ্বরকে ভয় না করি এবং মনুষ্যকেও ন। মানি, তথাপি এই বিধবা অামাকে ব্যামোহ দিতেছে, এ জন্যে উহার বিবাদ পরিস্কার করিয়া দিব, নতুবা সে সৰ্ব্বদ আসিয়া আমাকে ব্যস্ত করবে। পরে প্রভু কহিলেন, ঐ অন্যায়ি বিচারক যাহা কহে, তাহাতে মনোযোগ কর । ঈশ্বরের যে মনোনীত লোকেরা দিবারাত্রি তাহার কাছে প্রার্থনা করে, তিনি অনেক দিন বিলম্ব করিলেও কি তাহীদের বিবাদ পরিস্কার করিবেন না ? অামি তোমাদিগকে কহিতেছি, ত্বরায় পরিষ্কার করিবেন ; কিন্তু যে সময়ে মনুষ্যপুত্ৰ আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন ? অপর আপনাদিগকে ধৰ্ম্মিক জ্ঞান করিয়া অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করে, এমন আত্মাভিমানি কএক জনকে এই দৃষ্টান্ত কহিলেন। এক ফিৰশী আর এক করসঞ্চয়কারী এই উভয়ে প্রার্থনা করিতে মন্দিরে গেল । 246