পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। 3.8% ১ ১ পরে ঐ ফিকশী এক ভিতে দাড়াইয়। এই প্রার্থন করিল, “হে ঈশ্বর, আমি অন্য লোকদের মত উপদ্রবী কি অন্যায়ী কি পারদরিক নহি, এবং ঐ করসঞ্চয়কারির তুল্যও নহি, এই জন্যে তোমার ধন্যবাদ করিতেছি ; ১২ সপ্তাহের মধ্যে দুই দিন উপবাস, এবং সমস্ত সম্পদের ১ ৩ দশাংশের একাংশ দান করিয়া থাকি ৷” কিন্তু সে করসঞ্চয়কারী দুরে দাড়াইয়া স্বগের প্রতি দৃষ্টি করিতে সাহস না পাইয়। বক্ষঃস্থলে করাঘাত করিয়া, হে ঈশ্বর, পাপিষ্ঠ যে আমি, আমাকে দয়। কর, এই ৰূপ প্রার্থন। ১৪ করিল। আমি তোমাদিগকে কহিতেছি, এই দুই জনের মধ্যে কেবল করসঞ্চয়কারী পুণ্যবান গণিত হইয় নিজ গৃহে গমন করিল ; কেনন যে কেহ আপনাকে উন্নত করে, তাহাকে নত করা যাইবে ; কিন্তু যে জন আপনাকে নত করে, তাহাকে উন্নত করা যাইবে । ১৫ পরে তিনি যেন শিশুগণের গাত্র স্পর্শ করেন, লোকেরা এই আশয়েতে শিশুদিগকে র্তাহার নিকটে অ|নিল ; শিষ্যেরা তাহ দেখিয়। আনয়নকারিদিগকে অনু১৬ যোগ করিল । কিন্তু যীশু শিশুদিগকে ডাকিয় কছিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, ভাহাদিগকে বারণ করিও না ; কেননা এই মত ব্যক্তির। ১৭ ঈশ্বরের রাজ্যের অধিকারী। আমি তোমাদিগকে যথাথ কহিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়। ঈশ্বরের রাজ্য গ্রাহ না করে, সে কোন প্রকারে তাহতে প্রবেশ করিতে পরিবে না । ১৮ অপর এক জন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল, হে পরম গুরে, অনন্ত পরমায়ু প্রাপ্তির নিমিত্তে আমার ১৯ কি কর। কৰ্ত্তব্য? তাহতে যীশু কহিলেন, আমাকে পরম 247