পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.8bア লুকলিখিত সুসমাচার। [১৮ অধ্যায়। করিয়া কেন বল ? ঈশ্বর ব্যতিরেকে কেহই পরম হয় না। “ পরদার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও ২ • “ন, মিথ্যাসাক্ষ্য দিও না, মাতা পিতাকে সন্ত্রম কর।” এই২ আজ্ঞা তুমি জ্ঞাত আছ । তখন সে কহিল, ২১ বালককালাবধি এই সকল পালন করিয়া ত্যাসিতেছি । এ কথা শুনিয় যীশু তাহাকে কছিলেন, এক বিষয়ে ২২ তোমার তুটি আছে, তুমি আপন সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া দরিদ্রদিগকে বিতরণ কর, তাহাতে স্বগেতে ধন পাইবা ; পরে আসিয়া আমার পশ্চাদগামী হও । কিন্তু এ কথা ২৩ শুনিয়া সে অধ্যক্ষ অতি শোকান্বিত হইল, কারণ তাহার বিস্তর ধন ছিল । তখন যীশু তাহাকে অতি শো- ২৪ কান্বিত দেখিয়া কহিলেন, ধনি লোকদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর । ঈশ্বরের রাজ্যে ধনি লো- ২৫ কের প্রবেশ করণ অপেক্ষ বরং সূচির ছিদ্ৰ দিয়৷ উস্ট্রের গমনাগমন করা সহজ । তখন শ্রোতার জিজ্ঞ- ২৬ সিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে ? তিনি ক- ২৭ ছিলেন, যাহা মনুয্যের অসাধ্য, তাহা ঈশ্বরের সাধ্য । তখন পিতর কহিল, দেখ, আমরা সমস্তই পরিত্যাগ ২৮ করিয়৷ তোমার পশ্চাদগামী হইলাম । তাহাতে তিনি ২৯ কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, ঈশ্বরের রাজ্যের নিমিত্তে বাট ও পিতা ও মাতা ও ভ্রাতৃগণ ও স্ত্রী ও সন্তানগণকে ত্যাগ করিলে ইহকালে তদপেক্ষ ৩০ প্রচুর ও পরকালে অনন্ত পরমায়ু প্রাপ্ত ন হইবে, এমন লোক কেহই নাই । পরে তিনি দ্বাদশ শিষ্যকে ডাকিয়া কহিলেন, দেখ, ৩১ আমর। যিৰূশালম নগরে যাইতেছি ; তাছাতে মনুষ্য পুজের বিষয়ে ভবিষ্যদ্বক্তৃগণ কর্তৃক যেৰূপ লিখিত আছে, 248