পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 3.8% ৩২ তদনুসারে তাহার প্রতি ঘটিবে । ফলতঃ তিনি অন্যদেশীয়দের হস্তে সমৰ্পিত হইবেন, এবং তাহারা তাহাকে পরিহাস করিবে, ও তাহার প্রতি আসঙ্গত ব্যবহার ক৩৩ রিবে, ও র্তাহার গাত্ৰেতে খুধু দিবে ; এবং কোড়া প্রহার করিয়া তাহাকে বধও করিবে; পরে তিনি তৃতীয় ৩৪ দিবসে কবরহইতে উঠিবেন । এ কথার ভাব তাহার। কিছুই বুঝিতে পারিল না, কারণ তাহদের নিকটে অস্পষ্ট হওয়াতে তাহার। র্তাহার এ সকল কথার মৰ্ম্ম জানিতে পারিল না । ৩৫ পরে তিনি যিরীহে নগরের নিকটস্থ হইলে এক জন ৩৬ অন্ধ পথের পাশ্বে বসিয়া ভিক্ষা করিতেছিল; সে লোকসমূহের গমনের শব্দ শুনিয় তাহার কারণ জিজ্ঞাসা ৩৭ করিল । তাহাতে নাসরতীয় যীশু যাইতেছেন, লোকের। ৩৮ ইহা বলিলে সে উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হে দায়ুদের ৩৯ সন্তান যীশু, তামার প্রতি দয়া করুন । তাহাতে অগ্রগামী লোকের চুপ২ বলিয় তাহাকে ধমক দিল, কিন্তু সে আরও অধিক চেচাইয়। বলিল, হে দাস্তুদের ৪ ৩ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু স্থগিত হইয়। আপনার নিকটে তাহাকে আনিতে আজ্ঞা দিলেন ; তাহাতে সে র্তাহার নিকটে উপস্থিত হইলে পর তিনি ৪১ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাহ ? তোমার নিমিত্তে আমি কি করিব ? সে কহিল, হে প্রভো, যেন ৪২ দেখিতে পাই । তখন যীশু কহিলেন, দেখিতে পাও ; ৪ ৩ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল । তাছাতে তৎক্ষণাৎ তাহার চক্ষু প্রসন্ন হওয়াতে সে ঈশ্বরের ধন্যবাদ করিতে ২ তাহার পশ্চাৎ গমন করিল ; তাহ দেখিয়া সকল লোক ঈশ্বরের প্রশংসা করিতে লাগিল । 2.19