পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象Qの লুকলিখিত সুসমাচার। [১৯ অধ্যায় । ১৯ অধ্যায় । ১ কর সঞ্চয়কারি সক্কেয় নামকের বিবরণ ১১ ও এক মহৎ লোকের ও তাহার দশ দাসের বৃত্তান্ত ২৮ ও গ্রীষ্টের ফিরুশীলমে গমন ৪১ ও তাহার ভবিষ্যৎ দুঃখের বিষয়ে স্ত্রীষ্টের বিলাপ। পরে যীশু যিরীহে নগরে প্রবেশ করিয়া তাহীর মধ্য ১ দিয়া গমন করিতেছেন, এমন সময়ে সক্কেয় নামে কর- ২ সঞ্চয়কারিবর্গের প্রধান এক ধনবান ব্যক্তি, যীশু কি ৩ প্রকার লোক, তাহ দেখিতে চেষ্টা করিল ; কিন্তু নিজ খৰ্ব্বতা প্রযুক্ত লোকসমূহের মধ্যে র্তাহার দর্শন না পাওয়াতে, যে পথে তিনি যাইবেন, সেই পথে অগ্রে দেী- ৪ ড়িয় তাহাকে দেখিবার জন্যে এক ডুয়ুরবৃক্ষে উঠিল । পরে যীশু সেই স্থানে উপস্থিত হইলে উদ্ধৃদৃষ্টি করিয়া ৫ তাহাকে দেখিয়। কহিলেন, হে সঙ্কেয়, তুমি শীঘ্ৰ করিয়া নাম, অদ্য তোমার গৃহে আমাকে বাস করিতে হইবে । তাহাতে সে শীঘ্ৰ নামিয়া আহলাদ পূর্বক তা- ৬ হাকে গ্রাহ্য করল । তাহ দেখিয় সকলেই বচস ক- ৭ রিয়া কহিতে লাগিল, তিনি অতিথিভাবে দুষ্ট লোকের গৃহে গমন করিতেছেন । কিন্তু সঙ্কেয় দণ্ডায়মান হইয় ৮ প্রভুকে বলিতে লাগিল, দেখ, আমার যে সংস্থান আছে, তাহার অৰ্দ্ধেক দরিদ্রদিগকে দান করি; আর অসজত করিয়া কাহাহইতেও যদি কখনো কিছু লইয়া থাকি, তবে চতুগুণে তাহ ফিরাইয় দি । তখন বীগু তা- ৯ হর বিষয়ে কছিলেন, ইনিও ইব্রাহীমের এক সন্তান, এই জন্যে অদ্য ইহার গৃহে পরিত্রাণ উপস্থিত হইল ; কারণ যাহা হারাণ ছিল, তাহ অনুসন্ধান করিয়া রক্ষা ১ ও করিতে মনুষ্যপুত্ৰ আসিয়াছেন । 25()