পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫২ লুকলিখিত সুসমাচার। [১৯ অধ্যায়। লেন, তারে দুষ্ট দাস, তোমার নিজ মুখের (কথাতেই) তোমাকে দোষী করিব; যাহা রাখি নাই, তাছাই তুলিয়া লই, এবং যাহা বুনি নাই, তাহাই কাটি, আমি এমন কঠিন লোক, ইহা যদি তুমি জানিয়াছ, তবে আমার টাকা বণিকের হস্তে কেন সমর্পণ কর নাই ? তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহ পাইতাম । পরে তিনি নিকটস্থ লোকদিগকে এই আজ্ঞ निटबन, शैशङ्ग निकल्लेइड्रेटड में भूझ बड़ेब्र। याइज़ म* মুদ্রা আছে, তাহাকে দেও। তাহাতে তাহারা কহিল, হে প্রভো, উহার দশ মুদ্র আছে । আমি তোমাদিগকে কহিতেছি, যাহার কাছে বাড়ে, তাহাকে তারও দত্ত হইবে ; কিন্তু যাহার কাছে বাড়ে না, তাহার যে যৎকিঞ্চিৎ আছে, তাহাও তাছার নিকটহইতে নীত হুইবে । কিন্তু আমার কর্তৃত্বের বশে থাকিতে অসম্মত যে আমার শত্ৰুগণ, তাহাদিগকে আনিয়া আমার সাক্ষাতে সংহার কর । অপর এই উপদেশকথা কহিয়। তিনি অগ্রগামী হইয়। যিৰূশালম নগরে গমন করিলেন । তাহতে জৈতুন নামে খ্যাত পৰ্ব্বতের পাশ্বস্তু বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের নিকটে উপস্থিত হইলে পর তিনি দুই শিষ্যকে ইহা কহিয়া পাঠাইলেন, তোমরা ঐ সম্মুখস্থ গ্রামে প্রবেশ করিবামাত্র যাহাতে কোন মনুষ্য কখনে আরোহণ করে নাই, এমন এক গর্দভ শাবককে বান্ধা দেখিতে পাইব। তাহাকে খুলিয়া আন । তাহাতে ‘ কেন খুলিতেছ ? ' এমন কথা কেহ যদি জিজ্ঞাসা করে, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন তাহার প্রেরিত হইয়। গমন করিলে তাহার কথানুসারে সকলি পাইল । গর্দভ 252 - > No R 8 P Go. R 9 & Q ミレ* २ o උ ඌ Nこ> こ* وه وهي