পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 3.○○。 প্রত্যয় কর নাই কেন ? এই কথা জিজ্ঞাসা করিবে । ৬ আর যদি মনুষ্যের বলি, তবে তাবৎ লোক অামাদিগকে প্রস্তরণঘাত করিবে, কারণ যোহন যে ভবিষ্যদ্বক্তা ছিল, ৭ ইহা সকলেরি দৃঢ় বোধ আছে। অতএব তাহারা উত্তর করিল, কাহার আজ্ঞাতে হইল, তাহ আমরা জানি ৮ না । তখন যীশু তাহাদিগকে কহিলেন, তবে কি ক্ষমতাতে এ সকল কৰ্ম্ম করিতেছি, তাহ আমিও তোমদিগকে কহিব না । ৯ পরে তিনি লোকদিগের নিকটে এই দৃষ্টান্ত কথা কহিতে লাগিলেন ; কোন ব্যক্তি ক্ষেত্রে দ্রীক্ষালতা রোপণ করিয়া ঐ ক্ষেত্র কৃষকদের হস্তে সমপর্ণ করিয়া ১ • বহু দিনের নিমিত্তে দূরদেশে গমন করিলেন । পরে তাহারা যেন দ্রাক্ষাক্ষেত্রের ফল র্ত হাকে দেয়, এই নিমিত্তে তিনি উপযুক্ত সময়ে কৃষকদের নিকটে এক দাসকে পাঠাইয় দিলেন ; কিন্তু কৃষকের। তাছাকে প্রহার ১১ করিয়া রিক্ত হন্তে বিদায় করিল । পরে তিনি পুনৰ্ব্বার অণর এক দাসকে পাঠাইলে তাহাকেও প্রহার করিল, এবং অপমানগ্রস্ত করিয়া রিক্ত হস্তে বিদায় করিল। ১২ পরে তিনি তৃতীয় বার আর এক জনকে পাঠাইলেন, তাহাতে তাহারা তাহাকেও ক্ষত বিক্ষত করিয়া বাহিরে ১৩ ফেলিল । তখন ঐ ক্ষেত্রের স্বামী বিবেচনা করিলেন, এইক্ষণে আমার কৰ্ত্তব্য কি ? আমার প্রিয় পুত্রকে পাঠাইয়া দিলে বোধ করি তাহারা তাহাকে দেখিয়। ১৪ সমাদর করিবে । কিন্তু কৃষকেরা তাহাকে দেখিয়া পরস্পর এই মন্ত্রণ করিতে লাগিল, এই উত্তরাধিকারী ; আইস, ইহাকে বধ করি, তাহাতে অধিকার আমাদের ১৫ হইবে । পরে তাহারা তাহাকে ক্ষেত্রের বাহিরে ফেলিয়। 255