পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 2.6。 ১ পরে ধনি লোকেরা ভাণ্ডারে দান রাখিতেছে, তাহ। ২ তিনি নিরীক্ষণ করিয়া দেখিতেছিলেন ; ইতোমধ্যে এক দীনহীন বিধবাকে সেই স্থানে দুই পাই রাখিতে দে৩ খিলেন । তাহাতে তিনি কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই দরিদ্র বিধবা সকলহইতে অধিক ৪ রাখিল ; কেনন। অন্য সকলে আপনাদের প্রচুর ধনের কিঞ্চিৎ২ ঈশ্বরের উদ্দিশ্য দানের সহিত রাখিল, কিন্তু এই দীনহীনা দিনপাতের জন্যে আপনার যে যৎকিঞ্চিৎ ছিল, তাহ সমুদয় রাখিল । ৫ তাপর উত্তম প্রস্তর ও উৎসগন্দ্রব্যেতে মন্দির কেমন সুশোভিত হইয়াছে, এ কথা কেহ২ বলিলে তিনি উত্তর ৩ করিলেন; তোমরা এই যে সকল দেখিতেছ, ইহার এক প্রস্তর অন্য প্রস্তরের উপরে থাকিবে না, সকলি डूमि৭ সাৎ হইবে, এমন সময় আসিতেছে । তখন তাহার। জিজ্ঞাসা করিল, হে গুরো, এ প্রকার ঘটনা কবে হইবে ? অার এই ঘটনা উপস্থিত হওনের চিহ্ন বা কি ? ৮ তখন তিনি কহিলেন, সাবধান, কেহ তোমাদিগকে না ভুলাউক ; অনেকে আমার নাম ধরিয়া আসিবে, এবং ‘আমি খ্রীষ্ট, ও সময় উপস্থিত, এই কথা কহিবে ; ৯ তাহদের পশ্চাদগামী হইও না । আর যুদ্ধ এবং উপপ্লবের সংবাদ শুনিলে শঙ্কাযুক্ত হইও না, কেননা প্রথমে এই সকল ঘটন! আবশ্যক হয় ; কিন্তু আপাততো যুগান্ত হইবে না । ১ ও আরও কহিলেন, তৎকালে দেশের বিপক্ষে দেশ, ও ১১ রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে; এবং স্থানে ২ মহাভূমিকম্প ও দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশমণ্ডলে ১২ ভয়ঙ্কর দর্শন ও অণশচর্য্য লক্ষণ প্রকাশিত হইবে । কিন্তু 259 -