পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○。 লুকলিখিত সুসমাচার। [২২ অধ্যায় । তৎকালে তিনি দিবাতে মন্দিরের মধ্যে উপদেশ দিয়া ৩৭ রাত্ৰিতে জৈতুন নামক পৰ্ব্বতে গমন করিতেন । আর ৩৮ প্রত্যুষে লোক সকল তাহার কথা শ্রবণার্থে মন্দিরে র্তাহার নিকটে আসিত । ২২ অধ্যায় । ১ খ্রীষ্টের বিরুদ্ধে কুপরামর্শ ৭ ও নিস্তারপর্ক্সের ভোজ প্রস্তুত করণ ১৪ ও প্রভূর রাত্রিভোজ নিরূপণ ২১ ও পরহস্তগত কারির বিষয়ে কথা ২৪ ও নমু হওনের উপদেশ ৩১ ও পিতরের অস্বীকার বিষয় ৩৫ ও শিষ্যদের প্রতি প্রশ্ন ৩৯ ও উদ্যানে গ্রীষ্টের দুঃখের বিষয় ৪৭ ও যিহুদার বিশ্বাসঘাতকতা ৫৪ ও পিতরের অস্বীকার ১৩ ও খ্ৰীষ্টকে বিদ্রুপ ও প্রহার করণ ৬৬ ও বিচারেতে আপনার সাক্ষ্য দেওন । অপর তাড়াশুন্য রুটার পর্বের সময় উপস্থিত হইলে ১ প্রধান যাজকগণ ও অধ্যাপকের কি প্রকারে তাহাকে ২ বধ করিতে পারে, ইহার উপায় চেষ্টা করিল, কিন্তু তাহারা লোকদিগকে ভয় করিল । এই সময়ে দ্বাদশ শিষ্যের মধ্যে গণিত ঈষ্করিয়োতীয় উপাধি বিশিষ্ট যে যিহুদী, তাহাতে শয়তান আশ্রয় করাতে সে গিয়া কি ৪ প্রকারে যীশুকে তাহদের হস্তগত করিতে পারে, এই যুক্তি প্রধান যাজকদের ও সেনাপতিদের সহিত করিল। তাহাতে তাহারা তুষ্ট হইয় তাহাকে টাকা দিতে পণ করিলে, সে তাহ স্বীকার করিয়া যাহাতে জনতার ৬ অগোচরে তাহাকে তাহদের হস্তগত করিতে পারে, এমন সুযোগ চেষ্টা করিতে লাগিল । অনন্তর তাড়ীশূন্য রুটার দিনেতে, অর্থাৎ যে দিনেতে ৭ নিস্তারপর্বের মেষশাবক বধ করিতে হইবে, সেই দিনে ৮ যীশু পিতরকে ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, 262

(?