পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার । ა ®,(? অামার রাজ্যে ও ভোজনাসনে সঙ্গে ভোজন পান করিবা, এবং সিংহাসনে বসিয়া ইসায়েলের দ্বাদশ বংশের বিচার করিব ৷ ৩১ অপর প্রভু কহিলেন, হে শিমোন২, দেখ, চালুনীতে যেমন ধান্যকে নাচায়, তদ্রুপ নাচাইতে শয়তান তো৩২ মাদিগকে হস্তগত করিতে চাহে ; কিন্তু তোমার বিশ্বাসের লোপ যেন না হয়, এই জন্যে আমি তোমার নিমিত্তে প্রার্থনা করিলাম ; আর তোমার মন পরিবর্ত ৩৩ হইলে ভ্রাতৃগণের মন স্থির কর । তখন সে কহিল, হে প্রভো, আমি তোমার সঙ্গে কারাগারে যাইতে ও মৃত্যু৩৪ ভোগ করিতেও প্রস্তুত আছি । তাহাতে তিনি কহিলেন, হে পিতর, তোমাকে কহিতেছি, অদ্য কুকুড়। ডাকের পূৰ্ব্বে তুমি যে আমাকে চিন, ইহা তিন বার অস্বীকণর করিব ৷ ৩৫ অপর তিনি জিজ্ঞাসা করিলেন, যে সময়ে থলী ও বুলী ও পাদুকা ব্যতিরেকে তোমাদিগকে পাঠাইয়াছি, - তখন কি তোমাদের কিছু অকুলান হইয়াছে ? তাহাতে ৩৬ তাহার কহিল, কিছুই না । তখন তিনি কহিলেন, কিন্তু এইক্ষণে থলী ও কুলী যাহার নিকটে থাকে, তাহাকে তাহা লইতে হইবে ; এবং যাহার কাছে খড়গ না থাকে, তাহাকে আপন বস্ত্র বিক্রয় করিয়া তাহা ক্রয় ৩৭ করিতে হইবে । কেননা আমি তোমাদিগকে কহিতেছি, “ তিনি পাপিদের সহিত গণিত হইলেন," এই যে লিখিত বচন, তাহাও এখন আমাতে ফলিবে ; যেহেতুক আমার সম্বন্ধীয় তাবৎ বিষয় সিদ্ধ হইতে হইবে । ৩৮ তখন তাহার কহিল, এই দেখ প্রভো, দুই খান খড়গ আছে । তাহাতে তিনি কহিলেন, এই যথেষ্ট । 265