পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○○ লুকলিখিত সুসমাচার। [२२ অধ্যায়। পরে তিনি তথাহইতে বহির্গত হইয়া আপনার ব্যব- ৩৯ হারানুসারে জৈতুন নামক পৰ্ব্বতে গেলেন ; এবং শিষ্যগণ র্ত হার পশ্চাৎ গমন করিল । সেই স্থানে উপস্থিত হইলে পর তিনি তাহাদিগকে কছিলেন, যেন পরীক্ষাতে না পড়, এই জন্যে প্রার্থনা কর । পরে তাহাদের হইতে এক তীরভূমি দুরে গিয়া হাঁটু পাতিয়৷ এই প্রার্থনা করিলেন, হে পিতঃ, যদি তোমার অভিমত হয়, তবে এই পানপাত্র আমার নিকটহইতে দূর কর; কিন্তু আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক । ঐ সময়ে তাহাকে শক্তি প্রদান করিতে স্বর্গহইতে এক দৃত দর্শন দিল । পরে তিনি যন্ত্রণাতে ব্যাকুল হইয়। আরও দৃঢ়ৰূপে প্রার্থনা করিলেন; তাহাতে রক্তের বড়২ ফোটার ন্যায় তাহার ঘৰ্ম্ম ভূমিতে পড়িতে লাগিল । অনন্তর প্রার্থনাহইতে উঠিয়া শিষ্যদিগের নিকটে আসিয়া তাহাদিগকে মনোদুঃখে নিদ্রিত দেখিয়া কহিলেন, কেন নিদ্র। যাইতেছ? উঠ, পরীক্ষাতে যেন ন। পড়, এই জন্যে প্রার্থন কর । এই কথা কহিবার সময়ে দ্বাদশের মধ্যে গণিত যিহুদী নামক শিষ্য জনতা সঙ্গে লইয়া তাহদের অগ্রে চলিয়া যীশুকে চুম্বন করণার্থে তাহার নিকটে আইল । তাহাতে যীশু কহিলেন, হে যিহুদা, চুম্বন করিয়৷ কি মনুষ্যপুত্রকে পরহস্তগত করিতেছ? তখন কি২ ঘটিবে, তাহা আনুমান করিয়া সঙ্গির কহিল, হে প্রভো, আমরা কি খড়গ্রাঘাত করিব ? তাহতে এক জন খড়গাঘাতে মহাযাজকের এক দাসের দক্ষিণ কর্ণ ছেদন 8 а 8 × 8之 8N) 8 8 8 (t 8 vo 8 8b 8父 © a করিয়। ফেলিল ৷ এখন ক্ষান্ত হও, এই কথা বলিয়। ৫১ যীশু তাহার কর্ণ স্পর্শ করিয়া সুস্থ করিলেন। পরে 266 © R.