পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ] লুকলিখিত সুসমাচার। ২৩৭ যীশু নিকটস্থ প্রধান যাজকগণ ও মন্দিরের সেনাপতিবর্গ ও প্রাচীন লোকদিগকে কছিলেন, খড়গ ও যষ্টি লইয়। ৫৩ আমাকে কি চোর ধরিতে অণইল ? যে সময়ে আমি তোমেেদর সঙ্গে দিনে ২ মন্দিরে থাকিতাম, তখন আ|মাকে ধরিতে হস্ত বিস্তার করিলা না ; কিন্তু এখন তোমাদের এবং অন্ধকারের কর্তৃত্বের সময় হইল । ৫ ৪ পরে তাহারা তাহাকে ধরিয়৷ মহাযাজকের অট্টালি৫৫ কাতে লইয়া গেল । তাহাতে পিতর দূরে২ পশ্চাৎ গিয়া প্রাঙ্গণের মধ্যস্থলে যে স্থানে অগ্নি জ্বালিয়। লোকের একত্র বসিয়াছিল, সে স্থানে তাহদের সঙ্গে বসিল । ৫ ৬ পরে অগ্নির নিকটে বসিবার সময়ে এক দাসী তাহাকে দেখিয়া মনোযোগ পূর্বক তাহার প্রতি নিরীক্ষণ ক৫৭ রিয়া কহিল, এই ব্যক্তিও তাহার সঙ্গে ছিল । কিন্তু সে র্তাহাকে অস্বীকার করিয়া কহিল, হে নারি, অ|৫৮ মি তাহাকে চিনি না । অপর ক্ষণেক কাল বিলম্বে অণর এক জন তাহাকে দেখিয়া বলিল, তুমিও তাহাদের এক জন বট । পিতর উত্তর করিল, হে মনুষ্য, আমি ৫৯ নহি । তাহার আড়াই দণ্ড পরে আর এক জন নিশ্চয় করিয়া বলিল, সত্যই এ ব্যক্তিও তাহার এক জন ৬০ সঙ্গী, কেননা এ গালীলীয় লোক । তখন পিতর কহিল, হে মনুষ্য, তুমি যাহা বলিতেছ, তাহা আমি বুঝি না ; এই কথা কহিবামাত্র কুকুড়া ডাকিয়া উঠিল। ৬১ তখন প্রভু ফিরিয়া পিতরের প্রতি দৃষ্টি করিলে, কুকুড়া ডাকের পূর্বে আমাকে তিন বার অস্বীকার করিবা, ৬২ প্রভুর এই পূৰ্ব্বকথা পিতরের স্মরণে হওয়াতে সে বা হিরে গিয়া মহাখেদে ক্ৰন্দন করিল। ৬৩ তখন ধীশুর প্রহরি লোকের বিদ্রুপ করিয়া তা267